আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়ার জার্সি চিরতরে তুলে রাখলেন ফিঞ্চ

banner

#Pravati Sangbad Digital Desk:

গতবছরই ওয়ান ডে থেকে অবসর নেন, এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। টেস্ট খেলেন না, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন একবছর আগে। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চ। দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-২০ ক্যাপ্টেন।

দেশের হয়ে না খেললেও ফিঞ্চ খেলা চালিয়ে যাবেন ঘরোয়া ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি লিগে।

অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-টোয়েন্টি অধিনায়ক তিনি। তার নেতৃত্বে ৪০টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে তাসমান পাড়ের দলটি।

ফিঞ্চ টেস্ট খেলেন না দীর্ঘদিন, সরাসরি ঘোষণা না দিলেও গত বছর ওয়ানডে থেকে অবসর নেয়ার কালে বলেছিলেন, শুধু টি-টোয়েন্টি নিয়েই ভাবছেন তিনি। আর এবার বিদায় বলে দিলেম টি-টোয়েন্টি থেকেও। যদিও এখনো ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ফিঞ্চ, এবারের বিগ ব্যাশেও করেছেন চার শতাধিক রান।


৫ টেস্টে ২৭৮ রান, শতক নেই, হাফ-সেঞ্চুরি ২টি। আর দেশের জার্সিতে মোট ১৪৬টি ওয়ানডে খেলেন ফিঞ্চ। যেখানে ১৭টি শতকের সাথে আছে ৩০টি অর্ধশতক, করেছেম ৫ হাজার ৪০৬ রান। আর ক্যাঙ্গারুদের হয়ে এখনো পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন ফিঞ্চ। ২টি শতক ও ১৯টি অর্ধশতরানসহ রান করেছেন ৩ হাজার ১২০।

অ্যারন ফিঞ্চের উল্লেখযোগ্য কৃতিত্ব:-

১. একমাত্র অজি ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি (১০৩) আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ফিঞ্চ।

২. বিশ্বের সব ক্রিকেটারের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে (৭৬) ক্যাপ্টেন্সি করেন ফিঞ্চ।

৩. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি (১৭২) রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড রয়েছে ফিঞ্চের নামে।

৪. ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াকে প্রথমবার (২০২১ সালে) টি-২০ বিশ্বকাপ জেতান অ্যারন ফিঞ্চ।

৫. অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান (৩১২০) সংগ্রহ করেন ফিঞ্চ।


Journalist Name : Sampriti Gole

Related News