শরীর সুস্থ রাখতে লবঙ্গ

banner

#Pravati Sangbad Digital Desk:

আমাদের সকলেরই খুবই পরিচিত একটি মসলা হলেও লবঙ্গ যা আমরা তরকারিতে স্বাদ আনতে ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি শুধুমাত্র তরকারিতে সাত বদল করতেই নয়, শরীরের নানা উপকারিতা এই লবঙ্গের গুণ অনুশীকার্য যা আমরা অনেকেই জানিনা তাহলে চলুন জেনে নেই কি সেই অনন্য উপাদান যায় লবঙ্গের মধ্যে থাকে, এবং আমাদের শরীরের নানা সমস্যা থেকে সমাধান এনে দেয়। আপনার কি বদহজমের সমস্যা রয়েছে? আর সারাদিন কি বমি বমি ভাব থাকে? গ্যাসের সমস্যাও কি আপনার প্রচন্ড পরিমাণে রয়েছে? তাহলে বলবো আপনার জন্য লবঙ্গের গুঁড়ো মধু সঙ্গে খাওয়া খুবই দরকার। মুক্তি পাবেন এই সমস্ত সমস্যা থেকে। অসহ্যকর একটি যন্ত্রণা হল দাঁতে যন্ত্রণা। যা থেকে মুক্তি লাভের আশায় আমরা যা ইচ্ছে করে থাকি। কিন্তু এখন থেকে জেনে রাখুন,লবঙ্গের তেল সামান্য একটু তুলোতে লাগিয়ে ব্যথা দাঁতের গোড়ায় রেখে দিন, উধাও হবে ব্যথা যন্ত্রণা। শুধু দাঁতের ব্যথায় নয় মাথা যন্ত্রণার ক্ষেত্রেও কাজে দেবে এই লবঙ্গের তেল, মাত্র ১৫ মিনিটে দূর হবে মাথা যন্ত্রণা। এছাড়াও ঠান্ডা লাগা, যেটিতে আমরা সকলেই ভুগে থাকি। তাই এখন থেকে ঠান্ডা লাগলে আদা চা এর মত করে লবঙ্গ চা বানিয়ে খেয়ে দেখুন, অনেকটাই আরাম উপভোগ করবেন। মুখে দুর্গন্ধ থাকলে আমরা অন্যের সামনে কথা বলতে লজ্জা পাই। কিন্তু এখন থেকে সেটা আর নয়। ছোট্ট দুটো লবঙ্গ মুখে নিন, এবং যার সামনে খুশি খোলামেলাভাবে কথা বলুন। এছাড়াও প্রচন্ড মানসিক চাপে থাকলেও মুখে নিয়ে চুষতে পারেন এই লবঙ্গ।
এছাড়াও আমরা সকলেই জানি গর্ভবতী মহিলারা প্রতি ক্ষণে ক্ষণে বমি করে থাকে তাই তাদের এই বমি বমি ভাব দূর করতে লবঙ্গ খুবই উপকারী হয়। আর যদি মুখে শুধু লবঙ্গ খেতে ভালো না লাগে তাহলে সে ক্ষেত্রে বলবো সামান্য একটু গুড়ের সাথে লবঙ্গ মিশিয়ে খেলে তাদের বমি বমি ভাব দূর হবে। অবিশ্বাস্য একটি উপায় যা আমরা হয়তো আগে অনেকেই শুনিনি, শরীরের বিভিন্ন সমস্যা সমাধান তো শুনলাম লবঙ্গের গুনাগুন। চলুন এবার জেনে নেই ঘরের মশা দূর করতেও লবঙ্গ ঠিক কতটা উপকারী। পাতি লেবু মাঝখান থেকে কেটে দু টুকরো করে তার মধ্যে কয়েকটা লবঙ্গ গুজে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই অবিশ্বাস্য একটি ফলাফল পাবেন।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News