ভাতের মাড়ের গোপন তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk:

জানলে হয়তো অবাকই হবেন,শুধু ভাত নয় ভাতের মাড় যেটাকে আমরা ফ্যান ও বলে থাকি,সেই মাড় থেকেও আপনি পেতে পারেন চরম উপকার। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে আপনার ত্বককে করে তুলতে পারে ঝকঝকে। কারণ ভাতের মাড়ের মধ্যে রয়েছে ভিটামিন সি,বি এবং ই এর মত সবকটি গুণ। এছাড়াও দুর্বলতার সময় খেলে আপনি তৎক্ষণাৎ একটি শক্তি পাবেন, এবং সমস্ত ক্লান্তিকে করবে নাশ। আজকাল প্রায় সব মহিলারাই চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন,সেক্ষেত্রে এই মাড় আপনার মাথায় ১৫-২০ মিনিটের জন্য রেখে শ্যাম্পু করে ফেলুন।এছাড়াও যাদের অসময়ে চুল পেকে যাচ্ছে তারাও পাবেন উপকার। আপনার মুখেও কি হোয়াইট অর কালো দাগ আছে? তাহলে আজই আপনার মুখে লাগানো শুরু করুন এই ভাতের ফ্যান। দূর হতে বাধ্য সেগুলি। এছাড়াও দেখা গেছে যারা নিয়মিত ভাতের মার খেয়ে থাকেন,তাদের শরীরে তাপমাত্রা সঠিক মাত্রায় বজায় থাকে। হজমশক্তি ঠিক রাখতে ভাতের মাড় অত্যন্ত উপকারী। আর আপনি যদি নিম্ন রক্তচাপ র হাইপোটেনশন এ ভোগেন,তবে এই মাড় শুধু নয়,একটু লবণ মিশিয়ে খেলে অবশ্যই উপকার পাবেন। এছাডাও শরীরের রক্তসঞ্চালন ঠিক রেখে নানা সমস্যার সমাধান করে দেবে এই ভাতের মাড়। তাই আজ থেকেই নিয়মিত পান করুন ভাতের মাড়।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News