Tata Motors এর 25,000 বৈদ্যুতিক গাড়ি নেবে Uber,দাম জানেন কত?

banner

#Pravati Sangbad Digital Desk:

অ্যাপ ক্যাব সংস্থাকে ইলেকট্রিক গাড়ি সরবরাহের ক্ষেত্রে অন্যতম বৃহত্তম অর্ডার হাতে পেল ভারতের তৃতীয় বৃহত্তম প্যাসেঞ্জার কার নির্মাতা টাটা মোটরস। মার্কিন রাইড হেইলিং সংস্থা উবের (Uber)-এর প্রিমিয়াম ফ্লিটে অর্ন্তভুক্ত করার জন্য ২৫,০০০টি XPRES-T মডেলের বৈদ্যুতিক সেডান সরবরাহের বরাত পেয়েছে। এই মর্মে উবেরের সাথে গাঁটছড়া বেঁধেছে টাটা।

জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে ধীরে ধীরে অ্যাপ ক্যাব পরিষেবাতেও ব্যবহৃত হচ্ছে ইলেকট্রিক গাড়ি। যার জন্য বাজারে ব্যাটারি চালিত গাড়ি নামাতে শুরু করেছে একাধিক সংস্থা।

ইতিমধ্যে গাড়ি বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে ফেলেছে টাটা মোটরস যার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টাটা টিয়াগো ইভি। এটি ছাড়াও টাটা-দের লাইনআপে রয়েছে টাটা নেক্সন ম্যাক্স, নেক্সন প্রাইম এবং টাটা টাইগর। তবে এই গাড়িগুলি ছাড়াও আরও একটি চার চাকা রয়েছে টাটা-এর যার সম্পর্কে খুব কম বেশি মানুষই জানেন, এই চার চাকা হল টাটা এক্সপ্রেস টি।

জানা গেছে, এ মাস থেকেই গাড়িগুলির প্রথম পর্যায়ের ডেলিভারি শুরু করা হবে। সংস্থাদ্বয়ের এই চুক্তি সতেজ নির্মল পরিবেশ গড়ে তুলবে। বৈদ্যুতিক গাড়িগুলি দিল্লি এনসিআর, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং আমেদাবাদের রাস্তায় চালাবে উবের। উল্লেখ্য, ভারতের বৈদ্যুতিক যানবাহনের নবজাগরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে টাটা মোটরস।

ব্যক্তিগত ব্যবহার এবং বাণিজ্যিক ক্ষেত্রের জন্যএখনও পর্যন্ত তাদের কারখানা থেকে ৫০,০০০-এর বেশি ইলেকট্রিক ভেহিকেল বেরিয়েছে। অন্যদিকে, ২০৪০-এর মধ্যে উবের তাদের চালানো সমস্ত গাড়ি বৈদ্যুতিক মডেলে প্রতিস্থাপিত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।


টাটা মোটরসের এক্সপ্রেস-টি ব্র্যান্ড গত ২০২১-এর জুলাইয়ে লঞ্চ হয়েছিল। XPRES ব্র্যান্ডের আওতায় XPRES-T EV হল টাটার প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি। গাড়িটি দু’ধরনের রেঞ্জের বিকল্পে বেছে নেওয়া যায় – ৩১৫ কিলোমিটার এবং ২৭৭ কিলোমিটার (পরীক্ষিত)। এতে রয়েছে যথাক্রমে ২৬ কিলোওয়াট আওয়ার ও ২৫.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যেটি ফাস্ট চার্জে ০-৮০% চার্জ হতে ৫৯ মিনিট এবং একটি ১৫ অ্যাম্পিয়ার দ্বারা চার্জ হতে ১১০ মিনিট সময় লাগে।

সেডান মডেলের গাড়িটি কার্বনের কোনোরকম নির্গমন ঘটায় না। Tata XPRES-T-তে রয়েছে সিঙ্গেল স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ডুয়েল এয়ারব্যাগ এবং ইবিডি সহ এবিএস। গাড়িটির ইন্টেরিয়ার প্রিমিয়াম ফিচার দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।

কেবিনের ভেতরে ব্লু অ্যাক্সেন্ড বর্ডারের দেখা মেলে। বহিরঙ্গে টাটার অন্যান্য গাড়ির সাথে পার্থক্য বজায় রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছর এমনই আরেক রাইড হেইলিং সংস্থা Everest Fleet-কে ৫,০০০ XPRES-T ডেলিভারি করেছিল টাটা। এই ধরনের অংশীদারিত্বের মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও বাড়াতে পারবে বলে বিশ্বাসী সংস্থাটি।

টাটা টিয়াগো ইভি-এর পর দেশে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি এটি। এই সেডান বাজারে 2টি ভেরিয়েন্টে বিক্রি করে টাটা মোটরস। একটি এক্সপ্রেস টিএক্সএমপ্লাস যার দাম 13.04 লাখ টাকা (এক্স-শোরুম)। আরেকটি এক্সপ্রেস টিএক্সটিপ্লাস এই গাড়ির এক্স-শোরুম দাম 13.54 লাখ টাকা। এই গাড়ির ব্যাটারির উপর 3 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে টাটা মোটরস।

Journalist Name : Sampriti Gole

Related News