বিলুপ্তির মুখে কলকাতার ট্রাম

banner

#Pravati Sangbad Digital Desk:

ট্রামে দ্রুত কোথাও যাওয়া সম্ভব হয়না,যাত্রী ও হয় কম ।ট্রাম চলাচলে খুব জ্যাম সৃষ্টি হয় ,ফলে অফিস টাইম এ সবার ই দেরি হয়ে যায় ।ট্রাম এর এই অসুবিধা এর দিক গুলির জন্য অনেক রুটেই ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে ,তবে কলকাতায় আর কোনো ট্রাম চলবে না , এ কথা ভাবলেই মন খারাপ হয়ে যায় কলকাতাবাসী র।

কলকাতার অন্যতম আকর্ষণ হলো এই ট্রাম ।ভারতে সর্ব প্রথম ট্রাম চালু হয়েছিল এই কলকাতায়।তারপর থেকে স্বমহিমায় এতদিন ট্রাম পরিষেবা পাওয়া যাচ্ছে কলকাতায় ।ঐতিহ্যবাহী কলকাতায় ট্রাম একটি নিদর্শন এ পরিণত হয়েছে ।মানুষ রোজকারের যাতায়াত এর উপায় হিসেবে ট্রাম কে বেছে না নিলেও মানুষের আবেগ এর সাথে জড়িয়ে গেছে ট্রাম ।

সম্প্রতি সেই ট্রাম ই বন্ধ হওয়ার খবর উঠে আসছে । রুট কমতে থাকে এমন খবর উঠে আসছে ।কিছুদিন আগে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন ,কলকাতার অনেক রাস্তা তেই ট্রাম চালানো সম্ভব হচ্ছে না ।তারপর থেকেই ট্রাম বন্ধ হওয়া নিয়ে লেখালিখি শুরু হয় ।সম্প্রতি এই বিষয় নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার কলকাতা পুরণিগমের মেয়র ফিরহাদ হাকিম এর সাথে কথা বলেন ও ট্রাম বন্ধ না করার আর্জি জানান ।অধিবেশনে তিনি বলেন, "কলকাতার কিছু কিছু রুটে যদি ট্রাম চালানো যায় দেখবেন। আমি সংবাদপত্রে দেখলাম ট্রাম বন্ধ করা দেওয়া হচ্ছে। দেখবেন ট্রাম যেন বন্ধ না হয়। এটা আমাদের রাজ্যের তথা কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত।"


একথা শুনে স্পিকার কে আশ্বস্ত করেছেন মেয়র ফিরহাদ হাকিম।তিনি বলেছেন ," যে রুট গুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। আর ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে।যেসব লাইনে সমস্যা হচ্ছে সেগুলি ও মেরামতির কাজ চলছে ।" 

খিদিরপুর - এসপ্লানেড রুট কয়েকবছর আগেই বন্ধ হয়ে গেছে ।এখনো এস্প্লানেড - গড়িয়াহাট ও টালিগঞ্জ - বালিগঞ্জ রুটে ট্রেন চলাচল চালু রয়েছে ।তবে পরিবহন দফতরের সূত্রের খবর ট্রামের যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেকটা কমে গেছে ।

দেড়শো বছরে পা দিলো কলকাতার ট্রাম ।যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারলেও একেবারে অকেজো ও হয়ে যায়নি ।তাই ট্রাম ব্যাবস্থা বেহাল হতে দিতে চায়না কলকাতাবাসী।।


Journalist Name : Srimita Sasmal

Related News