জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উধাও শীত

banner

#Pravati Sangbad Digital Desk:

শীতের শুরু থেকেই বার বার বাধাপ্রাপ্ত হয়েছে শীতল বাতাস, কারণ পশ্চিমী ঝঞ্ঝা। শীতের শুরু থেকেই একাধিক বার রাজ্য বিমুখ হয়েছে শীত। আগামী বছরের শেষের দিকেও উধাও হয়েছিল শীত তার রেশ কাটতে না কাটতেই বছর শুরুর দ্বিতীয় সপ্তাহেই আবার উধাও শীত। গত সপ্তাহের তুলনায় তাপমাত্রার পারদ অনেকটাই উপরে উঠে গিয়েছে চলতি সপ্তাহে। হাড় কাঁপানো কনকনে শীতল বাতাস উধাও হয়ে মেঘলা আবহাওয়া সর্বত্র। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ১১ই জানুয়ারি অর্থাৎ আজ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত রাজ্যে হতে পারে বৃষ্টি, আজ কোলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বেশ কিছু দিন ধরেই কমেছে কুয়াশা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, কিছু কিছু জায়গাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বছর শেষের দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিনবঙ্গে শীত উধাও হলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া ছিল মনোরম। দার্জিলিঙে তুষারপাতও হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে।

এদিন কোলকাতাসহ বাকি সমস্ত জেলার রাতের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে আগামী দু-চার দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকবে, তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবার রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কথা জানিয়েছেন আবহবিদেরা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News