দিগন্তে আবার বৃষ্টির সম্ভাবনা

banner

#কলকাতা:

ভোর থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী , সোমবার বা মঙ্গলবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা  আছে বলে এমনটাই মনে করেন আবহাওয়াবিদরা। কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা ওঠা নামা করতে পারে , এদিন শহরের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছুতে পারে ২৮ ডিগ্রি। জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে।
জানা গিয়েছে, আন্দামান ও নিকবরের উপর দিয়ে বইছে দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ু, যার জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ওখানে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছেন মৌসুমি ভবন। জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ গুলতে হাল্কা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪-পরগনা, কলকাতা এবং হাওড়ার এক বা দুটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে," বলেছেন আইএমডি, কলকাতার ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷
আগের দিন একটি মেট বুলেটিন অনুসারে, সোমবার শহরটি "ভারী থেকে খুব ভারী বৃষ্টি" (৬০ মিমি থেকে ২০০ মিমি) এর জন্য প্রস্তুত ছিল। তবে সোমবার রাত পর্যন্ত টানা বৃষ্টি নগরীকে রেহাই দিয়েছে।
রবিবার ৮.৩০ টা থেকে সোমবার রাত ৮.৩০টার মধ্যে, আবহাওয়া অফিস আলিপুরে প্রায় 46 মিমি বৃষ্টি রেকর্ড করেছে।
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর জেলাগুলিতেও বৃষ্টি হতে  পারে।
এখন পৌষ মাসে মাঝারি বৃষ্টিপাত হয়ে থাকে ও ঠাণ্ডাও থাকে, এখন পৌষ মাস গিয়ে বাংলায় মাঘ মাস প্রবেশ করেছে, মাঘ মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের কারণে তা বাধাও পেতে পারে বলে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News