মার্কিনে জেগে উঠেছে আগ্নেয়গিরি, রয়েছে সুনামি সতর্কতা জেনে নিন বিস্তারিত

banner

#মার্কিন যুক্তরাস্ট্র:

আমেরিকার পশ্চিম উপকূলে আবারো জেগে উঠেছে একটি জলন্ত আগ্নেয়গিরি জারি হয়েছে সুনামি সতর্কতা। এই ভয়াবহ আগ্নেয়গিরি জেগে উঠেছে টোঙ্গা দ্বীপে। ক্রমশ শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। যার কারণে ভেসে গিয়েছে হাওয়াই দ্বীপ। তার জেরেই মার্কিন মুলুকে সর্তকতা জারি করা হয়েছে। এই মার্কিন মুলুকে ফুঁসে উঠতে পারে সমুদ্রোচ্ছাস এমনই আশঙ্কা তৈরি হয়েছে সকলের মনে। সেই কারণে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার কথা বলা হয়েছে।
শনিবার রাতেই জাপানে আচমকা ধাক্কা দিয়েছে সুনামি। পূর্বেই এই সর্তকতা জারি করা হয়েছিল। রবিবার ভোরেই জাপানের সমুদ্র উপকূলে প্রায় ৩  মিটার দীর্ঘ ঢেউ আছড়ে পড়েছিল। তারপরে ভয়াবহভাবে টোঙ্গা দ্বীপে শুরু হয় আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত। তারপরেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল বলে জাপানের আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতেই ১২ টা নাগাদ জাপানের আমানি ওশিমা দ্বীপে প্রায় ৪ ফুট উচ্চতার ঢেউ নিয়ে সুনামি আছড়ে পড়েছিল। ভয়াবহ সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো দ্বীপেও। এছাড়াও জাপানের দক্ষিণ দিকের কোচি প্রদেশে এবং সমুদ্রের বিপুল ঢেউ দেখা গিয়েছে ওকায়ামাতেও। পূর্বে সেখানকার বাসিন্দাদের সতর্কবার্তা দিয়ে কোন উঁচু জায়গায় দূরে সরে যেতে বলা হয়েছিল।
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা যত উদগিরণ বাড়ছে তবে ফুলে ফেঁপে উত্তাল হয়ে উঠেছে সমুদ্রের জল। এবং ইতিমধ্যেই তার মাঝে ভেসে গিয়েছে হাওয়াই দ্বীপ। এলাকার মানুষরা বন্যায় বিপর্যস্ত হয়েছে। ধীরে ধীরে সমুদ্রের উচ্চতা যত বাড়তে থাকে তত তা মার্কিন উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে। এই কারণের জন্যই আমেরিকার দক্ষিণ উপকূলে প্রথম থেকে সর্তকতা জারি করা হয়েছিল। সেখানকার অবস্থিত বাসিন্দাদের দূরে কোথাও নিরাপদে চলে যাওয়ার কথা পূর্বের সতর্ক করা হয়েছিল। বেশ কয়েক দশক পূর্বে আমরা সকলেই ভয়াবহ সুনামির সাথে পরিচিত হয়েছিলাম। সেবার একাধিক দেশ ভেসে গিয়েছিল এই ভয়াবহ সুনামির দাপটে। অসংখ্য মানুষ মারা গিয়েছিল এশিয়া মহাদেশে। এরপর থেকে ভূমিকম্পের পূর্বাভাস পেলে কিংবা ভূমিকম্প হলেই সুনামির দিকে বেশি নজর দেয় আবহাওয়াবিদরা। সুনামি প্রধান অর্থ হল সমুদ্রে ভূমিকম্প ঘটা। যার কারণে সমুদ্র ভয়াবহভাবে ফুলে-ফেঁপে ওঠে। ১১-১২ ফুট পর্যন্ত দেখা যায় উঁচু ঢেউয়ের। উপকূলের সমস্ত কিছুই ভেসে যায়।
হঠাৎ করে সমুদ্রগর্ভে আবারও জেগে উঠেছে আগ্নেগিরি এবং সেই কারণেই অশনি সংকেত দেখছেন ভূবিজ্ঞানীরা। হঠাৎ করে এই আগ্নেয়গিরি জেগে ওঠা নিয়ে ভূবিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। আগে কখনো এতো বড় সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি দেখা যায়নি। এরমধ্যে উপকূলবর্তী এলাকায় সিডনি যুদ্ধকালীন তৎপরতায় খিল করার কাজ শুরু হয়েছে। আগ্নেয়গিরি যে স্থানে ভয়াবহ ভাবে জেগে উঠেছে তার কিছু দূরেই রয়েছে আলাস্কা। তাই বিজ্ঞানীরা আগে থেকেই তার উপর নজর রেখেছেন। খবর সূত্রে জানা যাচ্ছে, পূর্বে এমন ভয়াবহ অগ্ন্যুৎপা কখনো ঘটেনি। তবে আপাতত এই ঘটনায় এখনো পর্যন্ত জাপানের সুনামিতে কোন হতাহতের খবর মেলেনি। কারণ পূর্বেই এই সমস্ত এলাকায় সুনামি নিয়ে সর্তকতা জারি ছিল।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News