বাভুমা–ফন ডার ডুসেন পেরেছেন, পারলেন না কোহলি

banner

#Pravati Sangbad Digital Desk:

টেস্ট সিরিজের ঠিক উল্টো শুরু হলো ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজটা জয় দিয়ে শুরু করেছিল ভারত আর আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা জয়ে করেছে দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকাকে মূলত ম্যাচটি জিতিয়েছে অধিনায়ক টেম্বা বাভুমা ও রেসি ফন ডার ডুসেনের চতুর্থ উইকেট জুটি। দুজনেই শতক করেছেন। দুজনের শতক দুটি অবশ্য ছিল দুই রকমের। বাভুমা দেখেশুনে ঠান্ডা মাথার একটি ইনিংস খেলেছেন। সেই তুলনায় ফন ডার ডুসেন ছিলেন অনেক আক্রমণাত্মক। তা যিনি যে ঢঙেই ব্যাট করুন না কেন, এ দুজনের জোড়া শতকেই জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
পার্লে প্রোটিয়াদের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ভারত ৮ উইকেটে করতে পারে ২৬৫ রান। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারা ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল ৩১ রানের হার দিয়ে।অথচ ম্যাচের শুরুটা ছিল অন্য রকম। ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে যে প্রোটিয়ারা ৪ উইকেটে ২৯৬ রান তুলে মাঠ ছাড়তে পেরেছে, এর অবদান বাভুমা ও ফন ডার ডুসেনের। 
চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ২০৪ রান। জুটি ভেঙেছে ১৪৩ বলে ১১০ রান করে বাভুমা আউট হলে। ইনিংসটিতে তিনি ৮টি চার মেরেছেন। ফন ডার ডুসেন ৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত ছিলেন। ৯টি চারের পাশাপাশি ইনিংসটিতে তিনি মেরেছেন ৪টি ছয় ।রান তাড়া করতে নেমে ৪৬ রানে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে হারালেও পথেই ছিল ভারতের ইনিংস। দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান তুলে জয়ের আশাও জাগিয়েছিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। 

কিন্তু ৮৪ বলে ৭৯ রান করে ধাওয়ান আউট হয়ে গেলে ভাঙে জুটি। ধাওয়ানের আউটের সময়ও ভারতের তেমন দুশ্চিন্তার কিছু ছিল না, ২৫.৩ ওভারে তাদের রান তখন ২ উইকেটে ১৩৮। কিন্তু দুর্দান্ত ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে বাভুমা ও ফন ডার ডুসেন বিপদ থেকে বের করে এনেছেন, ভারতের ইনিংস সেভাবে টেনে নিয়ে যেতে পারেননি বিরাট কোহলি।ধাওয়ানের আউটের পর স্কোরবোর্ডে আর ১৪ রান উঠতেই আউট হয়ে ফেরেন কোহলি। তাবরেইজ শামসির বলে বাভুমাকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের ৬৩তম অর্ধশক পেয়েছেন তিনি। 

এরপর ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারালে জয়ের আশা ম্লান হয়ে যায় ভারতের। ৩ উইকেটে ১৮১ থেকে দ্রুতই ৭ উইকেটে ১৯৯ হয়ে যায় ভারতের স্কোর। তারপর শার্দূল ঠাকুরের ৪৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আন্দিলে ফেলকাও, শামসি ও লুঙ্গি এনগিডি।

Journalist Name : Avijit Das

Tags:

Related News