আইসিসি মহিলা ওডিআই টিমে ঝুলন , মিতালি টেস্টে রোহিত - ঋষভ - অশ্বিন

banner

#Pravati Sangbad Digital Desk:

টি২০ এর পর ওডিআই ও টেস্ট ; ২০২১ সালের আইসিসির বর্ষসেরা কোনও দলেই জায়গা হলো না বিরাট কোহলির। ফর্ম , দলগত ব্যর্থতার সঙ্গে বিতর্ক সারাবছর ধরেই শিরোনামে ছিলেন । কিন্তু ব্যাট হাতে বাইশ গজে চেনা বিরাটকে পাওয়া যায়নি । যার প্রতিফলন আইসিসি নির্বাচিত বর্ষসেরা একাদশে। তিন ফরম্যাটের বাছাই দলের কোনটাতেই নেই বিরাট ।
আজ আইসিসির তরফে ওডিআই ও টেস্টের সেরা একাদশ ঘোষণা করা হয়। টি ২০ র মতো ওডিআই বর্ষসেরা একাদশে নেই কোনও ভারতীয় ক্রিকেটার । তবে টেস্ট দলে রোহিত শর্মা , ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন তিনজন স্থান পেয়েছেন । বছরভর ব্যাটিং ব্যর্থতার জেরে প্রিয় টেস্ট দলেও ব্রাত্য বিরাট। ওডিআই বর্ষসেরা দলেরও অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম । এর আগে টি ২০ দলের অধিনায়কের সম্মান পেয়েছিলেন বাবর আজম । আইসিসি টেস্ট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন । উইলিয়ামসনের নেতৃত্বে গতবার ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে জোড়া দায়িত্ব সাফল্যের পুরস্কার বর্ষসেরা আইসিসি দলের নেতৃত্বের সম্মান উইলিয়ামসনকে।
বিদায়ী বছরে রোহিত শর্মা ৪৭.৬৬ ব্যাটিং গড়ে ৯০৬ রান করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে জোড়া সেঞ্চুরি প্রশংসা কুড়িয়েছিল । পন্থ অপরদিকে তিন ফরম্যাটেই দেশের একনম্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । অস্ট্রেলিয়ার মাটিতে  ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম কারিগর ঋষভ পন্থ ১২ টি টেস্ট খেলে করেন ৭৪৮ রান । অশ্বিন  অপরদিকে ৯ টি টেস্ট খেলে নেন ৫৪টি উইকেট ।যার স্বীকৃতি  আইসিসি বর্ষসেরা দলে স্থানপ্রাপ্তি । 

ভারতীয় মহিলা দলে ধারাবাহিকতার প্রতিফলন ঘটেছে। টি ২০ একাদশে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন স্মৃতি মান্ধানা আজ প্রকাশিত ওডিআই দলে ভারতের দুই প্রতিনিধি , মিতালি রাজ ও ঝুলন গোস্বামী । বয়সকে তুড়ি মেরে ২০২১ এ ১৫টি ওডিআই উইকেট নেন বছর উনচল্লিশের ঝুলন । গড় মাত্র ৩.৭৭! ব্যাট হাতে ধারাবাহিকতা দেখান মিতালি । দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট ।এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে রাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালো ভারত। একধাক্কায় এক থেকে তিনে । ভারতবধের হাত ধরে একধাপ এগিয়ে পাঁচে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা । শীর্ষে উঠে এসেছে ৪-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া । নিউজিল্যান্ডও রয়েছে দ্বিতীয় স্থানে । পিছিয়েছে পাকিস্তানও (পাঁচ থেকে ছয়ে)

বর্ষসেরা টেস্ট একাদশ : দ্বিমুথ করুনারত্নে , রোহিত শর্মা , কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্নাস লাবুসেন , জো রুট , ফাওয়াদ আলম , ঋষভ পন্থ , রবিচন্দ্রন অশ্বিন , কাইল জেমিসন ,  শাইন সা আফ্রিদি , হাসান আলী ।বর্ষসেরা ওডিআই একাদশ :  পল স্টার্লিং , মালান , বাবর আজম , ফখর জামান , রাসি ভ্যান ডার ডুসেন , সাকিব আল হাসান , মুশফিকর রহিম , ওয়ানিন্দু হাসারাজ্ঞা , মুস্তাফিজুর রহিম , সিমি সিং , সুমন্ত চামিরা ।

Journalist Name : Avijit Das

Tags:

Related News