করোনার জেরে অনির্দিষ্ট দিনের জন্য পিছিয়ে গেল রঞ্জি ট্রফি

banner

#Pravati Sangbad Digital Desk:

জল্পনাটা চলছিলই। অবশেষে সেটাই সত্যি হল। করোনার জন্য অনির্দিষ্ট দিনের জন্য পিছিয়ে গেল রঞ্জি ট্রফি। একইসঙ্গে পিছিয়ে দেওয়া হল মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ ও সিকে নাইডু ট্রফিও। তবে কোচবিহার ট্রফি বন্ধ হচ্ছে না। সূচী অনুযায়ী একমাত্র এই প্রতিযোগিতাই এখন চলবে। পরিস্থিতির ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দেখা মেলার পরই পের কোভিড নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল সকলের মনে। ইংল্যান্ড, আমেরিকায় ফের চড়তে শুরু করেছে করোনা। বাদ নেই ভারতও। ইতিমধ্যে ভারতেও ফের করোনার গ্রাফ উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে খেলা হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই  চিন্তা বাড়াটাও স্বাভাবিক। যদিও রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে বোর্ড কর্তারা অনড়।
কিন্তু করোনার গ্রাফ ক্রমশই বাড়ছে। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থই রয়েছে। করোনার সংক্রমণ ধীরে ধীরে ভারতের ক্রীড়া জগতেও হানা দিয়েছে। এরপরই করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে বাংলা ক্রিকেট দলের খেলোয়াড়দের।

রঞ্জি প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা সহ অন্যান্য ক্রিকেট দল গুলোও। এরমাঝেই গত রবিবার বাংলা দলের সাত সদস্য করোনায় আক্রান্ত হন। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী সহ আরও ছয় ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে, আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। একইরকমভাবে মুম্বই শিবিরেও করোনায় আক্রান্ত হয়েছেন দুজন।
শিবম দুবে ও মুম্বইয়ের ভিডিও অ্যানালিসিস্ট করোনার শিকার। আর সোমবার সিএবির দুই শীর্ষকর্তা করোনার শিকার। মঙ্গলবার সকালেই করোনায় আক্রান্ত হন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। আর তাতেই রঞ্জি ট্রফি আয়োজনের আগে চিন্তা বাড়ে বোর্ড কর্তাদের।

পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় ক্রিকেটারদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বোর্ড। তাই সবদিক বিচার করে আপাতত অনির্দিষ্ট দিনের জন্য রঞ্জি ট্রফি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ১৩ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। কিন্তু এই পরিস্থিতিতে বোর্ডের পক্ষে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। গতবার ঐতিহ্যের রঞ্জি ট্রফি আয়োজন করা যায়নি। এবার কোনওরকমভাবেই রঞ্জি ট্রফি বাতিল করার পক্ষপাতী নয় বোর্ড।
পরিস্থিতি একটু ঠিক হলেই, রঞ্জির জন্য নতুন সূচী তৈরি করবে বিসিসিআই। একইসঙ্গে সিকে নাইডু ও মহিলাদের সিনিয়র টি টোয়েন্টি প্রতিযোগিতাও পিছোন হয়েছে।

Journalist Name : Avijit Das

Tags:

Related News