বেশকিছুটা উন্নত হলো করোনা পরিস্থিতি

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশে করোনা পরিস্থিতি এখন বেশকিছুটা স্বাভাবিক হচ্ছে বললেই চলে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২,৮৬,৩৮৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩,০৬,৩৫৭ জন। দেশে করোনা সংক্রমণে মত্যুর সংখ্যাও অনেকটা কমেছে। করোনা সংক্রমণ মারা গিয়েছেন ৫৭৩ জন।
করোনার গ্রাফ নিম্নমুখী হলেও এখনই স্বস্তির আশ্বাস দিচ্ছেন না চিকিৎসকরা। কারণ করোনা সংক্রমণের গ্রাফ লাগাতার ওঠানামা করছে। তবে আশাজনক বিষয় হল মেট্রো শহরগুলিেত করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবুও বেশ জোড়কদমেই চলছে টিকাকরণের কাজ। সরকারের তরফ থেকে জারি হওয়া  নিয়মবিধি মেনেই চলছে কাজকর্ম। একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজের টিকাকরণও। সেই সঙ্গে ১৫ বছর বয়ীদের করোনা টিকাকরণও শুরু হয়ে গিয়েছে দেশে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টাই চালানো হচ্ছে। 


ভারতের করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন প্রভাব বস্তার করতে না পারলেও বিশ্বের একাধিক দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। বিশেষ করে ব্রিটেন ডেনমার্ক, নরওয়েতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। ব্রিটেন এবং ডেনমার্কে করোনা ভাইরাসের সাপ্তাহিক সংক্রমণ রেকর্ড করে ফেলেছে। তার অন্যতম কারণ করোনা বিধিনিষেধ গত কয়েক সপ্তাহ ধরে শিথীল করা হয়েছি। যার জেরে নাইটক্লাব এবং রেস্তোরাঁয় ভিড় বেড়েছিল। দোকানে বাজারেও ভিড় করছিলেন মানুষ। সেই কারণেই করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। 

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News