শীতের বিদায় বেলায় রাজ্যে বৃষ্টির চোখ রাঙ্গানি

banner

#pravati sangbad digital desk:

এই বছর শীতের শুরু থেকে বারবার বৃষ্টিতে ভিজেছে রাজ্য, কারণ পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে রাজ্যে বার বার বাঁধা পেয়েছে শীত, আর এবার শীতের বিদায় নেওয়ার পালা, বিদায়ের আগে কটা দিন বেশ ভালোই দাপট দেখিয়েছে শীত, কিন্তু রাজ্যের আকাশে আবার জমতে শুরু করেছে মেঘ, চড়ছে পারদ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কাল থেকেই রাজ্যে শুরু হবে বৃষ্টি, তবে ৫ তারিখ অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে ৪ তারিখ অর্থাৎ সরস্বতী পূজোর ঠিক আগের দিন পশ্চিমের জেলাগুলি অর্থাৎ দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বাড়বে বৃষ্টির পরিমাণ।

বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই রাজ্যে প্রচুর পরিমানে ঢুকছে জলীয় বাষ্প, তার সাথে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলেই রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে রাজ্যে বৃষ্টি কমার পর থেকেই বাড়বে তাপমাত্রা, অর্থাৎ শীতের ইতি এই খানেই। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু মাত্র পশ্চিমবঙ্গে নয়, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তর-পূর্ব ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিন। পশ্চিম হিমালয়ের কিছু অংশে তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। তাছাড়া  দার্জিলিং সহ কালিম্পং এর  বেশ কিছু অঞ্চলে রয়েছে ধ্বসের সম্ভাবনা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News