সামনেই সরস্বতী পুজো, নিজেকে সাজিয়ে ফেলুন সহজ উপায়ে - রইল কিছু টিপস

banner

#pravati sangbad digital desk:

সামনেই সরস্বতী পুজো। এই পুজোয় দিন প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে? নতুন শাড়ি, গয়না ও মেক-আপে হয়ে উঠতে চান পুজোর অনন্যা? তা হলে কেবল ভাল সাজগোজের দিকে নজর দিলেই কিন্তু হবে না তার সাথে  দশ-বারো ঘণ্টার জন্য সেই মেক আপ কিভাবে ধরে রাখা যায় তার  ‘ম্যাজিক ট্রিকস’!
অনেকটা সময় খরচ চলে যায়  এই  মেক আপের জন্য অথচ সকালের সাজ দুপুর গড়াতেই ‘ঘেঁটে ঘ’ হয়ে যায়। নামীদামী কোম্পানির উপকরণ ব্যবহার করেও মিলছে না  সমস্যার সমাধান। অযথা প্রোডাক্টগুলিকে গালমন্দ করে লাভ নেই, বরং মেক আপের সময় বেশ কিছু  বিষয় মাথায় রাখলেই বিনা টাচ-আপেই সারা দিন বজায় রাখতে পারবেন আপনার পুজোর সাজ।
মুখ ভাল পরিষ্কার করে তবেই মেকআপ করুন:-
অনেকসময় আমাদের মুখে তেল, ঘাম, ধুলো-ময়লা জমে থাকে, আর তার ওপর মেক আপ করলে ত্বকের ওপর কখনওই সেটি ভাল করে বসবে না। কিছু সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে। তাই ত্বক পরিষ্কার না করে কখনই মেক আপ করা উচিত নয়| প্রথমে ফেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তার পর ভাল করে স্ক্রাবার দিয়ে আপনার মুখ আরো একবার  পরিষ্কার করুন। এরপর ত্বকে তুলো দিয়ে টোনার প্রয়োগ করুন। এতে আপনার ত্বক একেবারে ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। খুব ভাল করে মুখ পরিষ্কার করার পর এক টুকরো বরফ আপনার মুখে, ঠোঁটে, চোখের পাতার ওপর বুলিয়ে নিন। এতে ত্বক ভিতর থেকে ঠান্ডা হবে এবং ঘাম কম হবে। বরফ লাগানো হয়ে গেলে মুখ মুছে নিয়ে ময়েশ্চারাইজার মেখে নিন। এরপর দশ মিনিট অপেক্ষা করুন। ময়েশ্চারাইজার মাখার পর তা ত্বককে নমনীয় করে তোলে এবং ত্বকের পোরস ঢেকে দেয়। এবং মেক আপ ভাল করে মুখের সঙ্গে মিলিয়ে যাবে।এই উপায় মেনে চললে দীর্ঘস্থায়ী হবে পুজোর মেক আপ।

প্রাইমার ও ফাউন্ডেশন প্রয়োগে সতর্কতা:-
মেক আপের প্রথম ধাপে মুখে খুব ভাল করে প্রাইমার লাগিয়ে নিন। তার পরে ফাউন্ডেশন প্রয়োগ করবেন। প্রাইমার না লাগালে আপনার ত্বক খুব বেশি ড্রাই হয়ে যাবে, মেক আপটি মোটেই দীর্ঘস্থায়ী হবে না। আজকাল বাজারে ‘লং লাস্টিং’ প্রাইমার ও ফাউন্ডেশন কিনতে পাওয়া যায়, ব্যবহার করুন সেই সব। কখনোই হাত দিয়ে মেকআপ ব্লেন্ড করবেন না। ব্যবহার করুন মেকআপ ব্রাশ ও পাফ। এতে মেকআপ খুব ভাল করে মিশে যাবে এবং বেশিক্ষণ স্থায়ী হবে।
এ ছাড়া চোখে কাজল যাতে না গলে  যায়  তার জন্য ফেস পাউডার চোখের নিচের অংশে প্রয়োগ করুন। কনসিলার প্রয়োগ করুন চোখের মেক আপ বেশিক্ষণ স্থায়ী করার জন্য। লিপস্টিক লাগানোর আগে লিপলাইনার লাগিয়ে নিন। লিপলাইনার লাগানোর পর ঠোঁটে পাউডার লাগান এবং অতিরিক্ত পাউডার ঝেড়ে তার পর লিপস্টিক বা লিপগ্লস লাগান।

Journalist Name : SANGITA RANA

Tags:

Related News