টাটা সন্সের দায়িত্ব আরও ৫ বছরের জন্য পেলেন এন চন্দ্রশেখর

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের শীর্ষ কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল টাটা। দেশের সাথে সাথে বিদেশেও অনেক নাম ছড়িয়ে রয়েছে এই টাটা কোম্পানির। সামান্য লবন থেকে শুরু করে বিমান কি নেই টাটার হাতে। একটা সময় যখন দেশে স্টিম রেল ইঞ্জিন এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতো, সেই সময় বহু রেল ইঞ্জিনও নির্মাণ করেছে টাটা। বর্তমানে টাটা মোটর দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান, সাথে রয়েছে টাটা স্টিল। ভারতে সাধারণ মানুষের কাছে টাটা মানেই সব সময় উচ্চতার শিখরে থাকা বিশ্বস্ত প্রতিষ্ঠান।
তবে প্রতিটা কোম্পানির বা প্রতিষ্ঠানের সফল হওয়ার পেছনে থাকে কোম্পানির কর্মীদের একাগ্রতা। ঠিক সেই রকমই টাটা সন্সের অন্যতম ভরসার পাত্র এগজিকিউটিভ চেয়ারম্যান এন চন্দ্রশেখর। বিগত ৫ বছরে তার হাত ধরে অনেক পথ সফল ভাবে পেরিয়েছে টাটা কোম্পানি। তাই আরও একবার কোম্পানি তার ভরসার হাত এন চন্দ্রশেখরের কাঁধেই রাখল। খোদ রতন টাটাও খুশি তার কাজ কর্মে, খুশি কোম্পানির কর্মচারীরাও। গতকাল মুম্বাইয়ে টাটা সন্সের বোর্ড মিটিং ছিল আর সেখানেই আরও একবার ৫ বছরের জন্য এগজিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন তিনি।

এদিন এন চন্দ্রশেখর বলেন, “টাটা সন্সের মতো সংস্থার নেতৃত্ব দিতে পেরে আমি খুব গর্ববোধ করি, আপনারা আমাকে আরও ৫ বছর কম্পানিকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য করে দিলেন, তাতে আমি আনন্দিত”। কিছু দিন আগেই টাটা গ্রুপ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা গ্রহণ করেছে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে যার অন্যতম কৃতিত্ব যায় এন চন্দ্রশেখরের কাছে। গত ৫ বছরে এন চন্দ্রশেখরের নেতৃত্বে অনেক উন্নতি করেছে টাটা সন্স। কোম্পানির একাংশের দাবি এন চন্দ্রশেখর আবার দায়িত্ব পাওয়ার ফলে কোম্পানি আরও অনেক উন্নতি করবে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News