চারিদিকে তৃণমূলের জয়জয়কার

banner

#Pravati Sangbad Digital:

ফের বাজিমাত করল মমতা সরকার। বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমে উড়ল সবুজ আবির। জয়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এত সন্ত্রাস, ছাপ্পা ভোট, বুথে বহিরাগতদের প্রবেশের অভিযোগ সত্ত্বেও বিরোধীদের মুখ বন্ধ করিয়ে দেবে এই ফলাফল। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পুরসভা নির্বাচন, সব ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু সেই সব অভিযোগকে বারবার ধুলোয় মিশিয়ে দিচ্ছে ঘাসফুল শিবিরের বড় জয়। শিলিগুড়ি ছাড়া বাকি তিন পুরসভা ছিল তৃণমূলেরই দখলে।
বিধাননগরের মোট আসন – ৪১টি আসনের মধ্যে তৃণমূল একাই ৩৯টি আসনে জয়লাভ করেছে। আর বাকিরা পেয়েছে কংগ্রেস-১টি, বামফ্রন্ট ও বিজেপি কোন আসন জিততে পারেনি।

নির্দলের দখলে যায় একটি আসন।
শিলিগুড়ির মোট আসন – ৪৭টির মধ্যে তৃণমূল একাই ৩৭টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস-১টি, বামফ্রন্ট-৪টি ও বিজেপি- ৫টি আসন পেয়েছে।
আসানসোল-এর ১০৬টি আসনের মধ্যে তৃণমূল একাই ৯১টি আসনে জয়লাভ করেছে। আর বাকিরা বিজেপি-৭,কংগ্রেস-৩,বামফ্রন্ট-২ অন্যান্য-৩ পেয়েছে।
 চন্দননগর মোট আসন  পেয়েছে ৩৩টি। প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোট হয়নি। ৩২টি আসনের মধ্যে তৃণমূল একাই ৩১টি আসনে জয়লাভ করেছে এবং বামফ্রন্ট -১ পেয়েছে। বিজেপি ও কংগ্রেস কোন আসন পায়নি।
তৃণমূল নেত্রী বিপুল জয়ের বার্তাতে বলেন, আগামী দিনে আমাদের লক্ষ্য শিল্প, কর্মসংস্থান। সাধারণ মানুষকে পরিষেবা দেবে পুরসভা। সরকারের হাতে অনেক কাজ রয়েছে। আগামিকাল থেকে শুরু হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প। রাজ্য সরকারের সব সামাজিক প্রকল্প যাতে ঠিকঠাক চলে তা সবাইকে দেখতে হবে। কোভিড চলে গেলেও সবাইকে সচেতন থাকতে হবে। এই জয় পুরোপুরি মানুষকে উৎসর্গ  করছি। আজ শিলিগুড়ি যাচ্ছি। কোচবিহারের আমার কর্মসূচি রয়েছে।

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News