গৃহস্থালীর সাজসজ্জায় আনুন নতুনত্ব

banner

#Pravati Sangbad Digital Desk :

বাড়ি বা ফ্ল্যাট, যা আমাদের সবার কাছে খুবই প্রশান্তির জায়গা। আর তার সাথে বাঙ্গালীদের বাড়ির প্রতি টান তো বরাবরই একটু বেশি। কিন্তু বাড়ি যেমন কম সাজালেও ভালো লাগেনা, তেমনই বেশি অহেতুক সাজালেও  খুব শোভন লাগেনা। আবার সবার সাধ্যে ইন্টোরিয়র ডিজাইনারদের হায়ার করা সম্ভব হয় না। তাদের বাড়িতে কিভাবে একদম প্রপার কিছু আসবাব দিয়েই সুন্দর করে সাজালে সুন্দর লাগে, আজ রইলো তারই কয়েকটা টিপস্। বাড়ি সাজানোর আগে বাজেট এর ওপর খেয়াল রাখাটাও হবে বুদ্ধিমত্তার কাজ। আর তাতে যদি থাকে বাঙালিয়ানার ছোঁয়া, তবে আর কথাই নেই। তো চলুন জেনে নিই কিছু টিপস্- 

>বসার ঘরের সাজ: বাড়িতে এলেই সবার প্রথমেই পা পড়ে বসার ঘরে। তাই বসার ঘরটাকে তো হতেই হবে ক্লাসি। আর বসার ঘরটা যেনো বেশি আসবাবে না ভরে সেদিকে খেয়াল রাখতে হয়। বসার ঘরের ওপরেই আপনার রুচির পরিচয় পাওয়া যায় অনেক বেশি। আর বসার ঘরে এলেই যেনো রিফ্রেস হয়ে যায় সমস্ত দিনের ক্লান্তি। সেদিকে নজর রেখেই বসার ঘরের রঙ হতে হবে খুবই হালকা এবং মিষ্টি। আর বসার ঘরের আসবাবের রঙও যেনো হয় খুবই হালকা আর ক্লাসই। স্মার্ট লুক তো আসবে তাতেই। একটা সুন্দর বড় সোফা সেট, আর তার সাথে বেতের বা বাঁশের তৈরি ছোটো ছোটো মোড়া। আর আগের দিকে একটা ছোট্ট কাঁচের বা কাঠের সেন্ট্রাল টেবিল আর তাতে একটা বাংলার কোনো শিল্পের ধাঁচে বানানো ফুলদানি, তাতে একটা ফুলের গোছা। তার সাথে মানানসই একটা দেওয়াল ঘড়ি আর সাথে কিছু পেইন্টিং। তার সাথে গৃহস্থ  উদ্ভিদ যদি লাগানো থাকে তাহলে সেই বাড়ির বসার ঘর নিয়ে চর্চা হতে বাধ্য। আর যদি জায়গা থাকে তবে সোফার সামনের দেওয়ালে লাগাতেই পারেন টেলিভশন। সম্ভব হলে কাঠের বুকশেলফ ও তাতে কিছু অ্যান্টিক বই। বেশ তাহলে তো কথাই নেই।   

>বেডরুমের সাজ: যে যার বাড়ির শোয়ার ঘরটা হয় যেমন শান্তির তেমনই আরামের। নিজের বয়স আর রুচি, দুটোর ওপরেই ভিত্তি করে বেডরুম সাজানোটাই হবে বুদ্ধির কাজ। যদি বাচ্চাদের রুম ভাইব্রেন্ট কালারের হয় আর তার সাথে থাকুক কিছু কার্টুন বা সুপার হিরো বা ডিজনির চরিত্র। আর যদি আপার স্কুল বা কলেজের স্টুডেন্ট হয় তবে হোক কিছুটা ব্রাইট কালারের আর পর্দা হোক ঘরের রঙের সাথে মানানসই। আর তাতেই থাক একটা সুন্দর স্টাডি টেবিল। আর আপনার বয়স যদি হয় প্রাপ্ত, তবে ঘরের রঙ থাকবে কিছুটা ক্লাসই আর বাঙালীয়ানায় মোড়া। সাথে থাকুক কাঠের কাজের মূর্তি, হাতে বানানো ছবি, আর সাথে একটা কাঠের ঘড়ি। আর যদি বসার ঘরে টিভি না থাকে তাহলে অনায়াসেই লাগিয়ে নিতে পারেন শোয়ার ঘরে। আর সাথে কিছু অ্যান্টিক শোপিসও ব্যবহার করতে পারেন। আর পর্দা হোক ছবি কিন্তু ক্লাসি রংয়ের। বেড সাইড টেবিল রাখুন কাঠের বা প্লাই দিয়ে মোড়া কিছু ড্রয়ারের সাথে। পারলে ড্রেসিংটেবিল রাখতে পারেন নিজের পছন্দের মতো তবে যেন হয় হালকা রঙের।

>রান্নাঘরের সাজ: রান্নাঘর হোক আপনার মনের মতো। যদি মডিউলার কিচেন করতে চান তাহলে পছন্দ  করুন কোন হালকা রঙ বা কাঠের রং। আর যদি মডিউলার নাও করতে পারেন কাঠের সেলফ দিয়ে সাজিয়ে নিতে পারেন নিজের মনের মত করে। রান্নাঘরে রাখুন কাচের বয়াম, মশলা দানি হোক কাঠের কাজ করা সুন্দর শান্তিনিকেতনী আদলে। আর তার সাথে কাটলারি জন্য রাখুন একটা কাটলারি স্ট্যান্ড। মাথায় রাখবেন ছুরি, চামচ, হাতা, খুন্তি এইসব যেন থাকে হাতের কাছেই। আর সমস্ত ধরনের ভারী জিনিস রাখুন সেলফের নীচে। এতে আপনার রান্নাঘরের চেহারাটা বদলে যাবে। 
তবে চাইলে নানারকম ইউটিউব ভিডিও বা ফেসবুক বা অন্যান্য অনলাইন প্লাটফর্ম থেকেও পছন্দ করে নিতে পারেন নিজের মনের মত কিছু ডিজাইন। এছাড়াও ইন্টারনেটে পাওয়া অসংখ্য মডেল যা আপনাকে মুগ্ধ করবে।

Journalist Name : Trina Bhattacharya

Tags:

Related News