আগামী জুন মাসের মধ্যেই খুলতে চলেছে উত্তর কলকাতার টালা ব্রিজ

banner

#Pravati Sangbad Digital Desk:

জুন মাসের মধ্যেই নতুন রূপে খুলে যেতে পারে টালা ব্রিজ। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ টালা ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষার মধ্যেই দিয়ে জানা গিয়েছিলো ব্রিজের বর্তমান অবস্থা। যা মোটেও সুবিধাজনক নয়। সেতুর জীর্ণ, ভঙ্গুর অবস্থার কথা জানা মাত্রই রেলের সঙ্গে বৈঠকের মাধ্যমে সেতু ভেঙে পুনরায় সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২০ র পয়লা ফেব্রুয়ারী টালা ব্রিজের উপর যানচলাচল বন্ধ করে দেওয়া হয় ও তার কিছুদিন পর থেকেই ভাঙার কাজ শুরু হয়। রেলের উপর সেতু নির্মাণ করায় কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছিল ইঞ্জিনিয়ারদের।
সেতুটি শুরু থেকে লম্বা প্রায় এক কিলোমিটার। তবে তৈরী করা হয়েছে ৭৩০-৭৫০ মিটার। প্রায় সাড়ে সাতশো মিটার সেতুটি ১২টি স্তভের উপর তৈরী করা হচ্ছে। রেলের উপর থাকবে ২৪০মিটার অংশ। ব্রিজেটি চওড়া থাকবে ২০মিটার ও থাকবে চার লেনের রাস্তা। কেবল স্টেড ব্রিজের উপর থাকবে ফুটপাত। কাজ প্রায় শেষের দিকে। ২বছর ধরে অধিক সময় ব্যায় হয়েছে টালা ব্রিজ নির্মাণে। কিছুটা করোনা পরিস্থিতি যার জন্য দায়ী।

পূর্ত দফতর সূত্র খবর, এই টালা ব্রিজ নির্মাণে ব্যায় হয়েছে প্রায়  ৪৬৮কোটি টাকা। এই ব্রিজ নির্মাণে কোথায় আর কতটা কাজ বাকি রয়েছে সে বিষয়ে সেতু নির্মাণকারি  সংস্থার সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুতমন্ত্রী মলয় ঘটক ও স্থানীয় বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ অতীন ঘোষ। গত শুক্রবার সেতুর কাজ পরিদর্শনে গিয়েছিলেন তাঁরা। বৈঠকের পরেই তাঁরা আশ্বাস দেন আগামী দুই মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়া হবে।
উত্তরকলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যানচলাচল কেন্দ্র এই টালা ব্রিজ। টালা ব্রিজ বন্ধ থাকায় আপাতত বিকল্প পথেই গাড়ি যাতায়াত চলছিল। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই ব্রিজ খুলে দিলে যান চলাচলের যে সমস্যাটা মিটবে। খবর ছড়িয়ে পড়ায় খুশি উত্তর কলকাতার বাসিন্দারা। নতুন ব্রিজ চালু হলেই দুর্ভোগ মিটবে বলে জানিয়েছেন তারা।

Journalist Name : Sayani Chatterjee

Tags:

Related News