কোভিড টিকা এবার : ১২ উর্দ্ধে

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী কাল, বুধবারই ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করছে কেন্দ্র। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে যারা জন্মেছে, তাদের প্রত্যেককে কোভিডের টিকা দেওয়া হবে। তাদের জন্য নির্ধারিত হয়েছে হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই লিমিটেডের তৈরি ‘করবিভ্যাক্স’। বাংলায় এই বয়সি ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। আজ, মঙ্গলবার তাদের টিকাকরণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের স্বাস্থ্যভবনের কর্তারা। টিকা দেওয়া সংক্রান্ত নির্দেশিকা তখনই দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ১২ ঊর্ধ্বদের জন্য ডোজ পৌঁছে গিয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রক সোমবার জানিয়ে দিয়েছে, যে কোনও ষাটোর্ধ্ব ব্যক্তি এবার নিতে পারবেন বুস্টার তথা প্রিকশন ডোজ। সেই কর্মসূচিও শুরু হচ্ছে ১৬ মার্চ, অর্থাৎ আগামী কাল। বহু স্কুলে এপ্রিলে শুরু নতুন সেশনও। স্কুলে আসবে একঝাঁক নতুন শিক্ষার্থী। তাই দৈনিক কোভিড সংক্রমণের রেখচিত্র সরলরেখার আকার নিলেও আর কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র।  
কাল থেকে কোভিড টিকা ১২ ঊর্ধ্বদেরও নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল খুলেছে। বহু স্কুলে এপ্রিলে শুরু নতুন সেশনও। স্কুলে আসবে একঝাঁক নতুন শিক্ষার্থী। তাই দৈনিক কোভিড সংক্রমণের রেখচিত্র সরলরেখার আকার নিলেও আর কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। আগামী কাল, বুধবারই ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করছে কেন্দ্র। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে যারা জন্মেছে, তাদের প্রত্যেককে কোভিডের টিকা দেওয়া হবে। তাদের জন্য নির্ধারিত হয়েছে হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই লিমিটেডের তৈরি ‘করবিভ্যাক্স’। বাংলায় এই বয়সি ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। আজ, মঙ্গলবার তাদের টিকাকরণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের স্বাস্থ্যভবনের কর্তারা। টিকা দেওয়া সংক্রান্ত নির্দেশিকা তখনই দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ১২ ঊর্ধ্বদের জন্য ডোজ পৌঁছে গিয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রক সোমবার জানিয়ে দিয়েছে, যে কোনও ষাটোর্ধ্ব ব্যক্তি এবার নিতে পারবেন বুস্টার তথা প্রিকশন ডোজ। সেই কর্মসূচিও শুরু হচ্ছে ১৬ই মার্চ, অর্থাৎ আগামী কাল। ১২ ঊর্ধ্বদের করবিভ্যাক্সের দুই ডোজের সময়ের অন্তর ২৮ দিন। ছোটদের টিকার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কোম্পানির থেকে ৩০ কোটি ডোজ কিনবে বলে ঠিক করেছে। সেই মতো অগ্রিম দেড় হাজার কোটি টাকা দিয়েও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সরকারের হাতে ভ্যাকসিন চলে মাত্রই টিকাকরণের দিন ঘোষণা করে দিল কেন্দ্র। সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলবে এই টিকা। বেসরকারি ক্ষেত্রে দাম ঠিক কত লাগবে, তা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। তবে একটি একটি ডোজ কর ছাড়া ১৪৫ টাকা দরে কিনছে কেন্দ্র। তাই প্রাইভেট হাসপাতালে ডোজ প্রতি দাম তার আশপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে। ১৫ ঊর্ধ্বদের টিকা কর্মসূচি আগেই শুরু হয়েছে। তাদের দেওয়া হচ্ছে কোভ্যাকসিন। তার সঙ্গেই যুক্ত হল ১২ থেকে ১৪ বছর বয়সিদের করবিভ্যাক্স।

কোভিড সংক্রমণ কমে আসছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মাত্র ২ হাজার ৫০৩ জন আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান গত ৬৮০ দিন বা প্রায় দু’বছরের মধ্যে সর্বনিম্ন। একইভাবে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ব্যাপক হারে কমেছে। প্রায় ১৩৬ কোটি জনসংখ্যার দেশে এখন মাত্র ৩৬ হাজার ১৬৮ জন করোনার শিকার। তবুও ‘কোভিড শেষ’—সরকারিভাবে একথা বলতে নারাজ কেন্দ্র। মন্ত্রকের এক আমলা বলেন, সরকারিভাবে শেষ বললেই মানুষ লাগামছাড়া হয়ে যাবে। যা তীরে এসে তরী ডোবার সমান। তাই এখনও কোভিড বিধি মেনে চলারই পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিন। একদিকে কিশোর বয়স্কদের প্রাথমিক টিকাকরণ, আর অন্যদিকে প্রবীণদের বুস্টার। প্রিকশন ডোজ শুধু ষাটোর্ধ্ব কো-মরবিডদের সীমানাতেই আটকে থাকছে না। এবার কোভিডের বুস্টার ডোজ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সুঠাম চেহারার নরেন্দ্র মোদির বয়স ৭১ বছর হলেও তিনি এতদিন বুস্টার ডোজ নেননি। তিনি কো-মরবিড নন। তবে এবার যেহেতু প্রত্যেক ষাটোর্ধ্বই প্রিকশন ডোজ নিতে পারবেন, তাই প্রধানমন্ত্রীরও কোনও বাধা নেই বলেই জানিয়েছেন মন্ত্রকের এক আধিকারিক। 

Journalist Name : Debopriya Banerjee

Tags:

Related News