Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

৫০লক্ষ ভুয়ো রেশন কার্ড ব্লক করলো খাদ্য দপ্তর

banner

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর ৫০লক্ষ রেশন কার্ড ব্লক করেছে। জানা যাচ্ছে সেগুলো সবই ভুয়ো। সেই রেশন কার্ড উপভোক্তার হয়তো মৃত্যু হয়েছে কিংবা জাল কার্ড বের করেছে। মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের যে সংযোজন শুরু হয়েছিল সেটি এইসব কাজ থামানোর জন্যেই। খাদ্য দপ্তরের আধিকারিকের কাছ থেকে জানা যায় উপভোক্তা নিজের মোবাইল নাম্বারের সঙ্গে তার নিজস্ব কার্ডের সংযোগ করাবে সেই মোবাইলে এসএমএস পৌঁছাবে রেশন নেওয়ার সময়। এর ফলে আগে যে ডিলাররা সাধারণ মানুষকে ঠকাতে পারতো এখন তাও পারবেনা। খাদ্য দপ্তর এর পক্ষ থেকে জানা যায় কোন ব্যক্তির মৃত্যু একই ব্যক্তির নামে একাধিক কার্ড, এছাড়াও কোন মহিলার বিয়ের পরে শ্বশুর বাড়িতে একটি কার্ড এবং বাপের বাড়িতেই পুরনো কার্ড থেকে যাওয়া আবার কোন উপভোক্তার মৃত্যু হয়েছে অনেকদিন তবুও তার নামে রেশন তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এইসব উপরিউক্ত কারণগুলির যেসব কারণে ধরা পড়েছে সেই কার্ডগুলো ব্লক করা হয়েছে। বর্তমানে ডিজিটাল রেশন কার্ডে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। এই মোবাইল নাম্বার সংযোজনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় দু'বছর আগে থেকে ফলে ৭০লাখ গ্রাহকের মোবাইল নাম্বার সংযোজন হয়ে গেছে ইতিমধ্যেই বাকি আছে মাত্র 8লাখ। এইসব কার্ড ব্লক করার নির্দেশ কার্যত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই পাওয়া যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেসব রেশন কার্ড গুলির কোন অস্তিত্ব নেই সেগুলো ব্লক করতে।

এর আগে জানুয়ারিতে প্রায় দেড় কোটি ভরে সরকারের কথা জানতে পেরেছিল খাদ্য দপ্তর। তারপর থেকেই তৎপর হয়েছিল সরকার। জানা গিয়েছিল ওইসব রেশন কার্ডের জন্য বছরে ১৮০০কোটি টাকা রাজ্য সরকারের ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। খাদ্য দপ্তর অনুমান করেছিল এইসব ভর্তুকিযুক্ত কাজগুলি ব্লক না করলে রাজ্যের খাদ্যশস্য বাইরে পাচার হয়ে যাবার সম্ভাবনা আছে। ফলে এই বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করেছিল সরকার। তখন থেকেই ঐসব কার্ড গুলিকে খাদ্য দপ্তরের পোর্টালে লাল রং করে চিহ্নিত করা হয়েছিল যাতে পরে সেকার্ড গুলি বন্ধ করে দেওয়া যায় এবং ওই কাজগুলো দিয়ে কোনভাবেই রেশন সংগ্রহ করা না যায়। জানুয়ারিতেই ৯৩লক্ষ্য ডিজিটাল রেশন কার্ড ব্লক করায় ৯০কোটি টাকা সাশ্রয় করে সরকার যার ফলে বোঝায় যাচ্ছে এখন যে আরও ৫০লক্ষ কার্ড ব্লক করা হয়েছে তাতে আরও বেশি পরিমাণ অর্থ সাশ্রয় হবে সরকারের। কিন্তু ব্লক হয়ে যাওয়া কার্ডের মধ্যে অনেক ভুল মানুষের কার্ডও ঢুকে পড়েছে ফলে তারা পুনরায় আধার কার্ড দেখিয়ে তাদের কার্ড আনব্লক করছে। এর জন্য খাদ্য দপ্তরের যে অফিস সেখানে যেতে হচ্ছে। প্রায় ৬লক্ষ গ্রাহক সে সময় কার্ড আন ব্লক করেছিল বলে জানা গেছে।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News