Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

বেড়েই চলেছে গ্যাস ও পেট্রল, ডিজেল এর দাম : কপালে হাত সাধারণ মানুষের!

banner

#Pravati Sangbad Digital Desk:

আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল৷ পাঁচ রাজ্যে ভোট মিটতেই একসঙ্গে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের ৷ একবারে পঞ্চাশ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারেরও ৷ সরাসরি মধ্যবিত্তের রান্নাঘরে আঘাত! এক ধাক্কায় গ্যাসের দাম বাড়ছে ৫০ টাকা। আজ সোমবার মধ্যরাত থেকে বর্ধিত দাম কার্যকর করা হচ্ছে। আর তা বেড়ে হচ্ছে ৯৭৬ টাকা। তবে স্বস্তির খবর বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা হলেও কমেছে। কয়েক দফায় বাণিজ্যিক গ্যাসের দাম ভয়ঙ্করভাবে বৃদ্ধি পায়। সেখানে দাঁড়িয়ে এদিন কমেছে। আর তা কমে নয়া দাম হচ্ছে ২০৮৭ টাকা। তবে আগামী মাসের শুরুতেই ফের একবার বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা করে বেড়ে হল ১০৫.৫১ টাকা৷ এতদিন তা ছিল ১০৪.৬৮ পয়সা৷ ডিজেলের দামও লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে কলকাতায় দাম দাঁড়ালো ৯০.৬২ পয়সা৷ অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা৷ শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম ৮ টাকা কমে হয়েছে ২০৮৭ টাকা৷ প্রায় তিন মাস পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ বিশেষজ্ঞরা অনেকেই বলেছিলেন, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্যই তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম টানা হয়েছিল৷ এমন কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়নি৷ কিন্তু দাম যে বাড়বে সেই আশঙ্কা ছিলই৷ অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা! তবে যেভাবে এদিন রান্নার গ্যাসের দাম বাড়ল তাতে অন্যান্য জিনিসেরও দাম এবার বাড়বে বলে আশঙ্কা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে পণ্য পরিবহণের খরচ বাড়বে বলে আশঙ্কা। আর এর প্রভাব মধ্যবিত্তের উপর পড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাবে সোয়াবিন ওয়েল সহ একাধিক জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা। এই অবস্থায় গত কয়েকদিনে একাধিকবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

Journalist Name : Debopriya Banerjee

Related News