করোনা কি আদৌ পিছু ছাড়লো!! নাকি রয়েছে নতুন কোন চমক

banner

#Pravati Sangbad Digital Desk:

গত কিছু মাস ধরে দেশে দৈনিক সংক্রমণ কমলেও জানা যাচ্ছে দৈনিক মৃত্যুর হার বেড়ে গেছে অনেক। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক মৃত্যুর হার ৬২৭। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৭০৯। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯২ হাজার ৩২৭ জনের। এদিকে জানা যাচ্ছে, ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। ভারতে চিন্তা বাড়াচ্ছে করোনার নিউ ভ্যারিয়েন্ট। যদিও টিকাকরণ কেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ভারত।বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৬৭২ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৯ লক্ষ ৪ হাজার ৬১৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৫ লক্ষ ১৪ হাজার ২৬১ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লক্ষ ৪৪ হাজার ৪৮০ জন। শুধু তাই নয়, সাধারণ মানুষও কোভিড-যথাযথ আচরণ সম্পর্কে যথেষ্ট উচ্চ পর্যায়ের সচেতন বলেও জানিয়েছেন ভাল্লা। তিনি এও জানান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও তাদের নিজস্ব ক্ষমতা এবং ব্যবস্থা তৈরি করেছে এবং মহামারী পরিচালনার জন্য তাদের বিশদ সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রসঙ্গত, গত সাত সপ্তাহ বা তার বেশি সময় ধরে করোনা কেসের সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। এছাড়া, ফ্ল্যাট বাড়িতেই সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে। বস্তি অঞ্চলে সেরকম সংক্রমণ হয়নি। কারণ, ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে অনেক সময়ই রোগী সঠিক সময়ে আইসোলেশনে যাচ্ছেন না। যার ফলে পরিবারের অন্যরাও আক্রান্ত হচ্ছেন। খবর সূত্রে জানা যায়, গত একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ২ লক্ষ ১৪ হাজার ৪ জনের চিকিত্‍সা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন।

Journalist Name : Aankhi Banerjee

Related News