Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

একগুচ্ছ ট্রেন বাতিল ! যাত্রীদের কপালে চিন্তার রেখা

banner

#Pravati Sangbad Digital Desk:

লোকাল ট্রেন একদিন বাতিল শুনলেই বজ্রাঘাত ভেঙে পড়ে রোজকার যাত্রী দের জন্য। কিন্তু পূর্ব রেলের তরফে এই বার শোনা যাচ্ছে মঙ্গল ও বুধবার বাতিল হবে এক সহ একাধিক ট্রেন। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার ভোর ৩ টে পর্যন্ত মোট ৫ ঘণ্টা ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য ব্যহত হবে একাধিক ট্রেন পরিষেবা। সারা দেশে মোট ৪৮১ টি ট্রেন বাতিল করা হয়েছে। শুধু লোকাল নয়, এর মধ্যে রয়েছে অনেক এক্সপ্রেস ট্রেন ও। আবার কয়েকটি ট্রেনকে পিছিয়ে দিয়ে ঘুরপথে ও চালনা করা হয়েছে। শিয়ালদহ শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে তা হল, দুপুর ১৩.৪২ মিনিটের এর শিয়ালদহ-ব্যারাকপুর, ১০.৪৫ মিনিট-এর শিয়ালদহ-নৈহাটি, আরও একটি শিয়ালদহ-নৈহাটি ( ১৩.০৭ মিনিটে), শিয়ালদহ-রানাঘাট (৮ টা) , শিয়ালদহ-রানাঘাট (২২.২৮ মিনিট), বারাসত-বনগাঁ (৭-৪৫ মিনিট), শিয়ালদহ-হাবরা (১২ টা),শিয়ালদহ-হাবড়া (১৩.৩২), শিয়ালদহ-বজবজ (২২.০৪ মিনিট),শিয়ালদহ-ক্যানিং (১৪.০২ মিনিট), শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর (১২.৫০ মিনিট), শিয়ালদহ-ডায়মন্ডহারবার (১২.৩৫ মিনিট), শিয়ালদহ-ডায়মন্ডহারবার (১৪.১০ মিনিট)। হাওড়া শাখায় যে সমস্ত লোকাল ট্রেন বাতিল হয়েছে তা হল- হাওড়া-বর্ধমান (৬.১০ মিনিট), হাওড়া-হরিপাল (৬.৫২ মিনিট), হাওড়া-তারকেশ্বর (১৩.৩৮ মিনিট), হাওড়া তারকেশ্বর (১৭.৪২), হাওড়া-তারকেশ্বর (২০.৫ মিনিট)। বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনে র তালিকায় রয়েছে এই ট্রেনগুলি, শিয়ালদহ-জাঙ্গিপুর (৫.৩৫ মিনিট), কলকাতা-অমৃতসর (১২.১০ মিনিট), শিয়ালদহ-আজমেঢ় (২২.৫৫ মিনিট), হাওড়া-অমৃতসর (১৯.১৫ মিনিট), শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (১৪.০০), কলকাতা-জম্মু তাওয়াই (১১.৪৫ মিনিট), হাওড়া-মালদা টাউন (১৫.১৫ মিনিট)। উল্লেখ্য, রেলের ইন্টারলকিং সিস্টেমের কাজ-সহ নানা কারণের জন্য প্রতিদিনই একগুচ্ছ ট্রেন বাতিলের কথা জানানো হয় রেলের তরফে। সোমবার পূর্ব রেলের তরফে মঙ্গলবার এই ট্রেন বাতিলের কথা সাংবাদিকদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানান রেলের এক আধিকারিক।

Journalist Name : Aankhi Banerjee

Related News