২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ সম্বন্ধে জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

ধর্মীয় দিক থেকে অনেকেই সূর্যগ্রহণকে অশুভ মনে করলেও বৈজ্ঞানিকরা মনে করেন এটি একটি স্বর্গীয় ঘটনা। ২০২২ সালের সূর্যগ্রহণের সময় নিয়ে জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গেছে। ভারতের ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এপ্রিল মাসেই। গ্রহণ চলাকালীন এই অবস্থায় গর্ভবতী মহিলাদের বিশেষভাবে দেখাশোনা করার, নজর রাখার পরামর্শ দেওয়া হয়। বয়স্ক ব্যাক্তিদের এবং ছোট ছোট শিশুদেরও বাড়ির বাইরে যাওয়া একেবারেই নিষিদ্ধ করা হয়। বৈজ্ঞানিকদের সূত্রানুযায়ী, যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখনই পৃথিবীতে সূর্যগ্রহণ ঘটে। ভারতীয় জ্যোতিষীদের মতানুযায়ী, ভারতে সূর্যগ্রহণ না দেখা গেলে তখন সেখানে সুতক কাল কোনভাবেই স্বীকৃত হয় না। ২০২২সালের ৩০শে এপ্রিল বছরে প্রথম সূর্যগ্রহণ ঘটতে দেখা যাবে। ঠিক একই সময়ে বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ ২৫ শে অক্টোবর ২০২২ সালে ঘটতে দেখা যাবে। সূতকের সময়কাল নির্ধারিত হয় সূর্যগ্রহণের সময় অনুসারে। আমাদের দেশের ধর্মীয় বিশ্বাস হল, সূর্যগ্রহণ খুবই অশুভ একটি ঘটনা। যদি ৩০শে এপ্রিলে ভারতে সূর্যগ্রহণ দেখা যায়, তবে তার সময়ের সুতকটি বৈধ। যেখানে ভারতে ২০২২সালের সূর্যগ্রহণ না দেখা গেলে সুতক কালকে বিবেচনা করা সম্ভব নয়।

যখন চাঁদ সূর্যকে ঢেকে দেয়, সেই অবস্থায় তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌছতে পারে না। তখন জ্যোতির্বিদরা এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলে। ঠিক সেইভাবেই, যখন চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলে তখন পৃথিবীতে কম সূর্যরশ্মি পৌঁছতে সক্ষম হয়, তখন তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। চাঁদ যদি সূর্যের কেন্দ্রীয় অংশকে একেবারে ঢেকে নেয়, তখন সূর্যকে একটি বলয়ের মতো দেখতে লাগে, তখন এই পরিস্থিতিতে বলা হয় বৃত্তাকার সূর্যগ্রহণ। বছরে ৩০শে এপ্রিলের সূর্যগ্রহণ হতে চলেছে, মধ্যরাতে ১২টা ১৫ মিনিট থেকে শুরু করে ভোরে ৪টে ৭মিনিট পর্যন্ত। তবে এবারে এই গ্রহণে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে আর এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ২৫শে অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৯মিনিট থেকে শুরু করে বিকেল ৫টা ৪২মিনিট অবধি।

Journalist Name : Sutapa Dey Sarkar