পাকিস্তানের রাজনীতির টালমাটাল অবস্থা

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে ভীষণ টালমাটাল অবস্থা পাকিস্তানের রাজনীতির। বর্তমানে তার রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপক সংকট অবস্থায় পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আদৌতেও ক্ষমতায় থাকবেন কিনা এই নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গত শুক্রবারেই, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভের দরুণ অনাস্থা প্রস্তাব আনা হবে বলে শোনা গেলেও অবশেষে স্পিকার অধিবেশন মুলতবি করা দেন। এর ফলে ইমরান খান ঘর গোছানোর আরো একটু বেশি সুবিধা পেয়ে যায়। তবে সময় যত গড়াচ্ছে ততই মনে হচ্ছে, ঘর আরো বেশি অগোছালো হয়ে পড়েছে ইমরানের জন্য। আবার ইতিমধ্যে জানা গেছে ৫০ জন মন্ত্রী নিখোঁজ ইমরান খানের দলের। সম্প্রতি জনসমক্ষে দেখা যায়নি জাতীয় প্রদেশ করে সরকারে থাকা মন্ত্রীকে এবং পরামর্শদাতাদেরও।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই নিখোঁজ ৫০ জনের মধ্যে ২৫ জন রয়েছেন প্রাদেশিক পরামর্শদাতা এবং ফেডারেল আর অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে চারজন হলেন কোন প্রদেশের মন্ত্রীও। আর বাকি ১৯ জন হলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সাথে আরও ৪ জন পরামর্শদাতা রয়েছেন।
সূত্রানুযায়ী, এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করছেন ফেডারেল স্তরের মন্ত্রীরা। এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শাহ মেহমুদ কুরেশি, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদরা এবং প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক।
গত শুক্রবারে অনাস্থা প্রস্তাবের কথা শোনা গেলেও পাকিস্তানের সরকার ইমরান এর বিরুদ্ধে সেই দিন আরো পিছিয়ে গিয়ে হয়েছে ২৮ শে এপ্রিল। ঠিক এরইমধ্যে ইমরান তার শরিক দলের মন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, শরিক মুত্তাহিদা কউমি মুভমেন্ট এবং পাকিস্তানের মুসলিম লিগ কায়েদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর শাহ মাহমুদ কুরেশি যোগাযোগ করেছিলেন। এবং এরপরেই জানা যায়, কউমি মুভমেকউমি মুভমেন্টের এক প্রতিনিধি দেখা করতে চান ইমরান খানের সঙ্গে। তবে এতো কিছুর মাঝেও শোনা যাচ্ছে যে ইমরান খানের নিজের দলের এমপিরাই তার সঙ্গ ত্যাগ করছে। তবে এটা কতটা সত্যি নাকি পুরোটাই গুজব তা নিয়ে এখনো কোনো সঠিক খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবারে অনাস্থা প্রস্তাবে বহু মানুষ এবং বহু পিটিআই এমপি ইমরানের বিরুদ্ধেই ভোট দেবেন। উল্লেখ্য পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন সংখ্যা ৩৪২টি এবং তাতে ম্যাজিক নম্বর হলো ১৭২। পিটিআই এর মোট সদস্য সংখ্যা হল ১৫৫। বাকি বেলুচিস্তান আওয়ামী পার্টি, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, মুত্তাহিদা কউমি মুভমেন্ট এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের নিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা হল ১৭৯।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News