বিজ্ঞানী নাকি খুনি

banner

#Pravati Sangbad Digital Desk:

ছাত্রাবস্থায় গ্রামেরই এক প্রতিবেশীকে খুনের অভিযোগ ওঠে সূরজ এবং তাঁর দাদার বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই গ্রামছাড়া ছিল সূরজের পরিবার। ঘটনাক্রমে তিনি খুনের আসামি। ভুল শুধরে নিয়ে হতে চান বিজ্ঞানী। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে জেলের কুঠুরিতে বসেই প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্নপূরণের এক ধাপ অতিক্রমও করে ফেলেছেন তিনি।বন্দী অবস্থায় পাশ করে ফেলেছে আই আই টি। সূরজ কুমার যাদব। ভারতের বিহারের নওয়াদা জেলার মোসমা গ্রামের বাসিন্দা। রাজস্থানের কোটায় আইআইটি-র জন্য পড়াশোনা করছিলেন। সম্প্রতি আইআইটি-র জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) পরীক্ষায় বসেছিলেন সূরজ। সেই পরীক্ষায় ওই অপরাধী র‌্যাঙ্ক করেছেন ৫৪। সেই সময়েই গ্রামের এক প্রতিবেশীকে খুনের অভিযোগে পুলিশে এফআইআর দায়ের হয় সূরজ যাদব ও তাঁর দাদার নামে। এর পরে গ্রাম থেকে পালিয়ে যান দু’জনেই। কিন্তু করোনা তাদের অপরাধের সায় দেয়না। পরে যায় লক ডাউন। ফিরে আসতে বাধ্য হয় তারা এবং ধরা পড়ে পুলিশের হাতে।

কিন্তু সূরজের মাঝপথে ছেড়ে আসা আইআইটি-র  কোচিং নিয়ে ভারী আফশোস ছিল। সে কথা জেনেছিলেন নওয়াদা জেলের সুপার অভিষেক পাণ্ডে। তিনি ফের সূরজকে উৎসাহ দেন পড়াশোনা করার, আইআইটি-র এনট্রান্স দেওয়ার। সূরজকে বইপত্রও এনে দেন তিনি। সূরজও সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। পড়াশোনা করেন জান লাগিয়ে। এমন অভিভাবক পেয়ে বদল আসে সূরজের মধ্যেও। আইআইটি প্রবেশিকার জন্য নিষ্ঠার সঙ্গে পড়াশোনা শুরু করেন তিনি। প্রবেশিকার প্রস্তুতির জন্য এক মাসের প্যারোলও মঞ্জুর হয় সূরজের। সেই মুক্তিকে কাজে লাগান সূরজ। হাতে-নাতে ফলও মেলে। কিন্তু সমস্যা যে একটাই, তিনি জেলবন্দী, খুনের আসামী।

Journalist Name : Aankhi Banerjee

Related News