অসাধারণ অভিনেতা ভিক্টর ব্যানার্জি পদ্মশ্রীকে সম্মান

banner

#Pravati Sangbad Digital Desk:

ভিক্টর ব্যানার্জীর অভিনয় দক্ষতা বাঙালি দর্শকদের মনে দাগ কেটেছে বহুবার। বাংলা জগতের সিনেমার কাছে অভিনেতা ভিক্টর ব্যানার্জীর নাম অন্যতম। ভিক্টর ব্যানার্জি অ্যাকশন ভারতীয় অভিনেতা যিনি একাধারে হিন্দি, ইংরেজি বাংলা এবং অসমীয়া ভাষায় অভিনয় করেছেন। তিনি একাধারে বহু বিশিষ্ট পরিচালক যেমন পোলাং স্কি, জেমস্ আইভরি, স্যার ডেভিড লেন, জেরি লন্ডন, সত্যজিত রায়, মৃনাল সেন, শ্যাম বেনেগল এবং রামগোপাল শর্মা সঙ্গে কাজ করেছেন। ১৯৪৬ সালের ১৫ ই অক্টোবর তিনি মালদায় জন্মগ্রহণ করেছিলেন। পুরাতন বাংলা বাণিজ্যিক ঘরানার ছবি দিয়ে তার সিনেমার জগতে প্রবেশ। পাশাপাশি তিনি অভিনয় করেছিলেন পিকু, ঘরে-বাইরে এবং সত্যজিৎ রায়ের শতরঞ্জি ছবিতে। এর পাশাপাশি তিনি অভিনয় চালিয়ে গেছেন হিন্দি ছবি তেও। সেই প্রথম থেকে শ্যাম বেনেগলের কলিযুগ ছবিতে তার অসাধারণ অভিনয় আজও বিশেষভাবে সমাদৃত। বাংলা সিনেমায় তার অন্যতম চলচ্চিত্রগুলি যা আজও দর্শকের মন কেড়ে নেয় সেগুলি হল লাঠি, আগুন, দেবতা এবং আরও অনেক।
মূলত সেই সময় তিনি অ্যাকশন ধর্মী চরিত্রে বেশি অভিনয় করেছিলেন। ধীরে ধীরে তিনি বাংলা ছবির সাথে সাথে হিন্দি সিনেমার জগতে নিজের প্রভাব বিস্তার করেন এবং সাথে সাথেই ভূত, গুন্ডে, জরগরস্পার্ক, হোমডেলিভারি, ফেবার, আপুনে কা সরকার প্রভৃতি ছবিতে তার অসামান্য কাজের পরিচয় দেন। বাংলা হিন্দি ছাড়াও তিনি বহু বিদেশি ছবিতে অভিনয় করেছেন।

সম্প্রতি, এই অসাধারণ অভিনেতাই দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদশ্রী' পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই সোমবার তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এর পূর্বেও তিনি তার অভিনয় দক্ষতার জন্য আরো বহু পুরস্কার লাভ করেছিলেন। এইবার ২০২২ সালে রাষ্ট্রপতি থেকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করলেন। সূত্রানুযায়ী জানা যাচ্ছে এবছর পদ্ম পুরস্কার প্রদান তালিকায়, ১৭টি পদ্মভূষণ, ৪টি পদ্মবিভূষণ, ১০৭টি পদ্মশ্রী রয়েছে। প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয় পদ্ম পুরস্কার। জানা গেছে, হিন্দি সিনেমার জনপ্রিয় এবং সফল প্লেব্যাক সিঙ্গার সনু নিগামও সোমবার পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন।

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News