বাজারে এসে গেল সস্তা ইলেকট্রিক স্কুটার, লাগবে না আর পেট্রোল

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা দেশজুড়ে রাস্তায় যে ইলেকট্রিক যানবাহন দেখা যায় সেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মোটরসাইকেল ও স্কুটার। তবে যেহেতু ইলেকট্রিক চালিত তাই জন্য ইলেকট্রিক মোটর সাইকেল ইলেকট্রিক স্কুটারের দাম একটু বেশি হয়। এই কারণেই বহু মানুষ ইলেকট্রিক স্কুটার কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারেন না। এমন অবস্থায়, ভারতে একটি ইলেকট্রিক ইকোসিস্টেম তৈরি করার জন্য সরকারের তরফ থেকে বিশেষ চিন্তাভাবনা করা হয়েছে। সরকার এই নতুন মিশন নিয়েছে সাধারণ মানুষকে এই গাড়ি চালানোর কার্যকারিতা বোঝানোর নেওয়ার জন্য এবং সরকারের এই নতুন চিন্তা ভাবনায় কিছু নামিদামি ইলেকট্রিক গাড়ি কোম্পানি এগিয়েছে সরকারকে সহায়তা করতে।
কিন্তু তা সত্ত্বেও ভারতীয় মার্কেটে একটি ইলেকট্রিক স্কুটার এর দাম কম করে ১ লক্ষ টাকার কাছাকাছি। আমাদের ভারতে ওলা, চেতক এবং এথারের মত আরও একাধিক স্কুটার উপলব্ধ রয়েছে বর্তমানে। তবুও মার্কেটে এমন কিছু ইলেকট্রিক স্কুটার আছে যা মার্কেটে বিশেষভাবে জনপ্রিয়। আজকে আমরা এমন একটি স্কুটার এর সঙ্গে পরিচিত হব যার দাম পেট্রোল চালিত স্কুটারের থেকেও কম। স্কুটারটির নাম টিভিএস আইকিউব।

যদি আপনি এই স্কুটারটি ভারতে কেনেন তাহলে আপনি স্কুটারটিতে ১৩৫ কিলোমিটার অবধি প্রাক্টিক্যাল ম্যাক্সিমাম রেট এবং তার সাথে টপ স্পিড পেয়ে যাবেন ১১৫ কিলোমিটার পর্যন্ত। আপনারা যদি স্কুটারটি নিয়ে ভালো রাস্তায় চলাচল করেন তাহলে স্কুটারটির রেঞ্জ একটু বাড়বে। ইলেকট্রিক স্কুটার ব্যবহার করলে প্রতিমাসে প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন। আপনার খরচ প্রতি কিলোমিটারে ২৫ থেকে ৩০ টাকার বেশি হবে না। স্কুটারটির সাথে থাকবে ৬ বিএইচপি শক্তিসম্পন্ন ৪.৪ কিলোওয়াট এর একটি ইলেকট্রিক মোটর। যা আপনাকে দিতে পারবে ১৪০ ম্যানোমিটার সর্বাধিক টর্ক। প্রতি ঘন্টায় স্পোর্ট মোডে ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক গতি হবে ৭৮ কিলোমিটার। ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে ইলেকট্রিক স্কুটারে মাত্র ৫ ঘণ্টায়।  কোম্পানির সূত্রে খবর, ইকো মোড ব্যবহার করলে খুব সহজেই সর্বাধিক ৭৫ কিলোমিটার পর্যন্ত  স্কুটার  চলতে সক্ষম হয়।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News