এবার ভার্চুয়াল আই সি ইউ!!

banner

#Pravati Sangbad Digital Desk:

রোগ ছোটো হোক বা বড়ো, চিকিৎসার জন্য ছুটে ছুটে যেতে হয় দূর দূরান্তে। নিজের দেশ থেকে যেতে হয় অন্য অন্য দেশে, যেটা অনেকটা সময়সাপেক্ষ এবং রিস্ক ও বটে। আর তাই বিরভূম এর শান্তিনিকেতনের মেডিক্যাল কলেজে আগামী কয়েক মাসের মধ্যে স্থাপন করা হবে ভার্চুয়াল আইসিইউ বেড। দূর নিয়ন্ত্রণের মাধ্যমেই চেন্নাই বা ওই মেডিক্যাল কলেজের দূরে থাকা আইসিইউ বেড থাকবে ডাক্তারদের  নিয়ন্ত্রণে। রোগীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা যাবে দূর থেকেই। পাশাপাশি থাকছে বিভিন্ন মেডিক্য়াল পরিষেবা। থাকছে বোরোটিক প্রযুক্তি।
বীরভূমের সিউড়ি সুপার স্পেসিলিটি হাসপাতালে সেই সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন সিএমওএইচ, হাসপাতালের বিভিন্ন ডাক্তার এবং চেন্নাইয়ের লাইফ লাইন  হসপিটালের চেয়ারম্যান  ডঃ জেএস রাজকুমার ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। চেন্নাই থেকে আগত ড. রাজকুমার বলেন, গত কিছুদিন ধরেই আমি দেখছি বেশ কিছু মানুষ রিপোর্ট নিয়ে আসছেন বা যাচ্ছেন। হয়তো সবার দরকার নেই কিছু মানুষের দরকার, কিন্তু প্রশ্ন এটাই যে তাদের দূরে কেনো যেতে হবে তাও চিকিৎসা সংক্রান্ত বিষয়ের কারণে? কিন্তু বাইরের ডাক্তাররা যদি এখানে এসে চিকিৎসা করেন তাহলে মানুষের সুবিধা অনেক হয়।

ই সেই সমস্যা দূর করতেই এবার উদ্যোগ বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজের। তার সঙ্গে হাত মিলিয়েছেন লাইফ লাইন, চেন্নাইয়ের একটি নামি হাসপাতাল। চেন্নাইয়ের লাইফ লাইন হাসপাতার সহায়তায় আমার খুব শীঘ্রই কলেজে টেলি আইসিইউ শুরু করার ব্যবস্থা করছি। এর সাহায্যে বিশ্বের যেকোনো হাসপাতালের চিকিৎসকের থেকে চিকিৎসা পাওয়া সম্ভব হবে। কিছুদিন আগেও চেন্নাই হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষর করে বীরভূম মেডিক্যাল কলেজ। আসা করা যায় নতুন কিছু উন্মদন হবে এই উদ্যোগে। অত্যাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়, ডিজিটাল হেলথ কেয়ার, রোবটিক ও বেরিয়াট্রিক সার্জারি, মেডিক্য়াল শিক্ষার্থীদের ডিজিটাল হেলথ নিয়ে আধুনিক প্রশিক্ষণ,  শিক্ষার্থীদের বিনিময় প্রশিক্ষণ,  নার্সিং ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থান-সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার উল্লেখ রয়েছে।

Journalist Name : Aankhi Banerjee

Related News