নতুন করে করোনা বাড়লো দিল্লিতে,তবে কি সংক্রমন কমবে না?

banner

#pravati sangbad Digital desk:

দিল্লিতে আবার বাড়ছে করোনা। ইতিমধ্যেই সতর্ক করেছেন চিকিৎসকরা। অনেকেই মনে করছেন, টিকা না নেওয়া বা টিকার সব ক’টি ডোজ সম্পূর্ণ না করা মানুষের কারণেই ছড়াচ্ছে করোনাভাইরাস। আবার কারও কারও মত ওমিক্রনের মতো করোনার রূপ এই নতুন করে করোনা ছড়ানোর কারণ।দিল্লিতে স্কুল খুলে দেওয়া হয়েছে। তার পর থেকে শিশুদের মধ্যেও করোনা সংক্রমণের হার কিছুটা বেড়ে গিয়েছে। চিকিৎসকরা বলছেন, নিয়মমাফিক টিকা নেওয়া আর স্বাস্থ্যবিধি মেনে চলা— এই দু’টি বিষয়কে গুরুত্ব দিতে হবে। তাতেই হয়তো নিয়ন্ত্রণে রাখা যেতে পারে পরিস্থিতি। কোভিডের দ্বিতীয় ঢেউতে ভয়ানক সংক্রমণ ছড়িয়েছিল রাজধানীতে। অক্সিজেনের অভাবে হাহাকার দেখা দিয়েছিল হাসপাতাল-নার্সিংহোমগুলিতে। সংক্রমণের সেই ভয়াবহতা আবার ফিরবে কিনা সে নিয়ে আতঙ্কও তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। রাজধানীতে করোনা সংক্রমণ রুখতে ২০ এপ্রিল অর্থাৎ আগামী সপ্তাহে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। ইতিমধ্যেই বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ২৮ হাজার ছাড়িয়েছে।


আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষের বেশি। তবে ১০ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন। করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। ওই দেশে ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। ইতালিতে মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ২ লক্ষের বেশি। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার। মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। ফ্রান্সে আক্রান্ত ১ লক্ষ ৬৬ হাজার। মৃত ২৪ হাজার। ব্রিটেনে ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। ওই দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার। যদিও একটি সমীক্ষায় দেখা গিয়েছিল জুন মাসের মাঝামাঝি ভারতে ঢুকে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষজ্ঞ এবং দিল্লির স্বাস্থ্য় দফতরের তরফে জানানো হয়েছে চিন্তার কোনও কারণ নেই। তবে সবাইকে কোভিড বিধি এবং সতর্কতা মেনে চলতে হবে।

Journalist Name : Aankhi Banerjee

Tags:

দেশ
Related News