পিংলায় ইন্টারন্যাশনাল স্কুলের মালিক পার্থ!

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি দুর্নীতি মামলায় ফের সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার আট ঘণ্টা জেরা করা হয় তাঁকে। গত সপ্তাহেও একই দিনে জেরার মুখে পড়েছিলেন পার্থ। এইদিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে প্রবেশ করেন পার্থ। বের হন সন্ধ্যা ৭টা ১১ মিনিটে। একাধিক বিষয়ে এইদিন প্রশ্নের মুখোমুখি হন পার্থ।
এসএসসি দুর্নীতির তদন্তের মধ্যেই, তাঁর সম্পত্তির হিসাব নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পত্তির হদিশ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, পিংলা ব্লকের ক্ষীরিন্দা মৌজায় ১৫ বিঘা জমির উপর একটি ইংরেজী মিডিয়াম স্কুল আছে। নাম বি.সি.এম ইন্টারন্যাশাল স্কুল। স্কুলটি নাকি পার্থবাবুর স্ত্রী শ্রীমতী বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি হয়েছে। লকডাউন এর সময় রাজ্যে শিল্প গড়ে তোলার নামে ওই জমি কিনতে শুরু করেন নারায়ণ দে নামে এক ব্যক্তি। ওই জমিতে পড়ে কোনও শিল্পই গড়ে তোলা হয়নি। স্কুলও বাগানবাড়ি ছাড়া কিছুই নেই সেখানে।প্রায় দেড় লক্ষ বর্গফুট জায়গায় গড়ে ওঠা ওই সম্পত্তির মোট মূল্য এখন প্রায় ৪৫ কোটি টাকা। এর আগে জানা যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব করার পর যে সকল মারাত্মক তথ্য উঠে আসে তার মধ্যে একটি হলো তার পোষ্য কুকুরের নামে ফ্ল্যাট। 
একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বীতা করার সময় পার্থ চট্টোপাধ্যায় যে হলফনামা পেশ করেছিলেন তাতে তিনি জানিয়েছিলেন, নির্বাচনের সময় তার হাতে নগদ ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ, জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড সবকিছু মিলিয়ে মোট টাকার পরিমাণ ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩.৮৪ টাকা। শুধু প্রভিডেন্ট ফান্ড এবং মিউচুয়াল ফান্ড মিলিয়ে অংক ৫০ লক্ষ ৮৪ হাজার ৮৩৫ টাকা।বসতবাড়ি এবং অন্যান্য জমিজমাসংক্রান্ত সম্পত্তি মিলিয়ে তিনি মোট অংকের পরিমাণ দেখিয়েছিলেন ২৫ লক্ষ টাকা।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News