দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণঃ এবার গান্ধী পরিবারে করোনার থাবা

banner

#Pravati Sangbad Digital Desk:

কিছুটা হলেও স্বস্তি মিলেছিল, কিন্তু আবার সপ্তাহের শুরু থেকেই দেশে মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা সংক্রমণ। দীর্ঘ দুই বছর ধরে দেশের স্বাভাবিক গতিবিধি ছিন্নভিন্ন করে দিয়েছিল করোনা মহামারি, ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ, তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই ফের নিম্নমুখী হতে শুরু করেছিলো গ্রাফ, দেশের সাধারণ মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইতিমধ্যেই, খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আবার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমিত রোগীর সংখ্যাও, সেই সাথে মাস্কি পক্স, টোম্যাটো ফ্লু এর মতো রোগ মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, সব মিলিয়ে আবার দুশ্চিন্তার প্রহর গুনছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ হাজারেরও বেশি মানুষ, বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী এবং তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। গত বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর হালকা উপসর্গ দেখা যায়, পরে কোভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে, জানা গিয়েছে হালকা সর্দি কাশি রয়েছে সোনিয়াজির। সোনিয়া গান্ধীর করোনার আক্রান্ত হওয়ার পরেই তার মেয়ে প্রিয়াঙ্কাও  কোভিড টেস্ট করান, আজ সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত হওয়ার আগে সোনিয়া গান্ধী দলের বিভিন্ন নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। কংগ্রেস সুপ্রিমোর কোভিভ আক্রান্ত হওয়ার কথা জানার পরে, তাদের সকলের কোভিড টেস্ট করানো হলে, তাদের মধ্যে অনেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। ন্যাশানাল হ্যারহেল্ড মামলাই সোনিয়া এবং রাহুল গান্ধিকে তলব করেছিলো ইডি কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি সোনিয়া গান্ধী। অপর দিকে প্রিয়াঙ্কা গান্ধী মায়ের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানার পরেই, লখনউ সফরে কাটছাঁট করে দিল্লি ফেরেন। করোনা আক্রান্ত হওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন, “ আমি করোনা আক্রান্ত হয়েছি, হালকা উপসর্গ নিয়ে বাড়িতেই নিজেকে আইসলেট করেছি, আমার সংস্পর্শে যারা এসেছেন তারাও কিছু দিন সাবধানে থাকুন”। 

Journalist Name : Sagarika Chakraborty

Related News