থানার সামনে থেকে উধাও আস্ত একটি চারচাকা গাড়ি, চাঞ্চল্য আসানসোল দক্ষিণ থানার সামনে

banner

#Pravati Sangbad Digital Desk:

থানার সামনে থেকেই গাড়ি উধাও! অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন? হওয়ার মতোই ঘটনা, ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার সামনে থেকে। ঘটনার সূত্রপাত সোমবার, আসানসোলের বাসিন্দা নন্দকিশোর প্রসাদকে কয়েকজন আসানসোল রেল ষ্টেশন থেকে ধানবাদ নিয়ে যান, তার পরেই ঠাণ্ডা পানীয় খেতে দেন, নন্দকিশোর পানীয় খাওয়ার পরেই জ্ঞ্যান হারাই, সেই অবস্থাই তার গাড়ি নিয়ে চম্পট দেয় সেই কয়েকজন ব্যাক্তি। পরে জ্ঞ্যান ফিরতে তিনি দেখেন, তিনি আছেন আসানসোলে, স্থানীয় বাসিন্দারা তাকে আসানসোলে নিয়ে এসেছেন, তার পর ঘটনার জানাজানি হয়। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে তার এক বন্ধু সুরজ সাউ, আসানসোল দক্ষিণ থানায় বন্ধুকে নিয়ে যান অভিযোগ দায়ের করতে, তার পরেই ঘটে যায় বিপত্তি। বন্ধুর গাড়ি নিখোঁজের অভিযোগ দায়ের করতে এসে নিজের গাড়ি হারিয়ে বসেন সুরজ, মাত্র কিছু দিন আগেই কিনেছিলেন নতুন চারচাকা গাড়ি, যা চুরি গেলো থানার সামনে থেকেই। ঘটনা জানাজানি হতেই থানার সামনে ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। থানার সামনে থেকে কীভাবে গাড়ি চুরি হতে পারে, এই নিয়ে উঠছে প্রশ্ন, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, জানা গিয়েছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বন্ধুর গাড়ি চুরি গেছে অভিযোগ জানিয়ে মিনিট দশেকের মধ্যেই দুই বন্ধু বেরিয়ে আসেন থানা থেকে, তার পরেই দেখতে পান যেখানে গাড়ি রেখেছিলেন সেখানে তার গাড়ি নেই, বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News