আদিবাসী অধ্যুষিত অঞ্চলেও শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প

banner

#Pravati Sangbad Digital Desk:

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জেলায় ক্যাম্প করে  দুয়ারে সরকার অভিযান চালানো হয়েছিল অনেকবার , এই ক্যাম্পে  দ্বারা উপকৃত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ । এইবার আদিবাসী অঞ্চলেও দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারে পক্ষ থেকে। ঘটনাচক্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় বৈঠকে আদিবাসীদের জমি সংক্রান্ত একটি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সেখানেই দালালদের বিভিন্ন বাড়বাড়ন্তের কথা তিনি তুলে ধরেন , জানা যায় জমি মিউটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দালালরা ক্ষমতা প্রয়োগ করছে।  সমস্ত বিষয়টি বিষদে জানার পর তিনি মুখ্য সচিব কে সমস্ত কিছু জানান এবং এই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে বলেন।
 বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী  ভার্চুয়ালি প্রতিটি জেলা শাসকের সাথে বৈঠক করেন এবং সেখান থেকেই আদিবাসী অঞ্চলগুলোতেও দুয়ারের সরকার ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নেয় । তবে পূর্বে    আদিবাসী অধ্যুষিত এই অঞ্চল গুলোতে দেখা গিয়েছে অনেকেই  এই  ক্যাম্পে আসতে দ্বিধাবোধ করেন।

কিছুদিন আগেই ২১ শে মে থেকে ৩১ শে মে পর্যন্ত দুয়ারের সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার একাধিক এলাকায় কিন্তু সেখানে দেখা যায় আগের মতো আর ভিড় হচ্ছে না। তবে  এই অঞ্চলগুলিতে ১৩ ই জুন থেকে ৩১ শে জুলাই পর্যন্ত প্রতি সপ্তাহে চারদিন এবং শনিবার দুয়ারে সরকার কর্মসূচি হবে বলে ঠিক হয়েছে। প্রধানত এই শিবিরগুলোতে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হবে এবং এর সাথেই আবেদন করা যাবে কন্যাশ্রী, লক্ষী ভান্ডার এবং জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন প্রকল্প গুলিতে। এইসব অঞ্চলগুলিতে বিশেষ নজির গড়ার জন্য স্থানীয় যুবকদেরই প্রশিক্ষণ দিয়ে আদিবাসী গরিব মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আবেদন করতেও সাহায্য করানো হবে। এছাড়াও ওই অঞ্চলগুলিতে প্রকল্প চলাকালীন খাদ্য সাথী ,স্বাস্থ্য সাথী সহ রাজ্য সরকারের তৈরি করা আরও বিভিন্ন প্রকল্প গুলির সম্পর্কে আদিবাসীদের কাছে তথ্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

Journalist Name : sagarika chakraborty

Tags: