ডিজেলের দাম ১০০র অনেক নিচে, পেট্রোলের দাম কবে কমবে কলকাতায় ?

banner

#Pravati Sangbad Digital Desk:

বিগত কয়েক মাস ধরে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির পরে, গত মে মাসে জ্বালানির দাম বেশ খানিকটা কমে ১১৫ টাকা থেকে ১০৬ টাকায় নেমে আসে এর সঙ্গে ডিজেলের দামও বেশ খানিকটা কমে যায়। তবে শহর কলকাতায় আজ ডিজেলের দাম আরও সস্তা হল, ৯২.৭৬ টাকা প্রতি লিটারে ডিজেল বিকোচ্ছে, অপর প্রান্তে পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটারে এদিন বিভিন্ন পেট্রোল পাম্পে পাওয়া যাচ্ছে, তবে সাধারন মানুষের কথায়, এই অগ্নিমূল্য বাজারে জ্বালানির দাম অনেকটাই বেশি, যদি মূল্য ৯০ টাকার আসেপাশে হয় তাহলে মানুষের যন্ত্রণা অনেকটাই উপশম হয়। আগত দিনে পরিবহন জ্বালানির দাম কমে কিনা সেটাই দেখার।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News