হৃদ যন্ত্রের সমস্যা ছিল অনেক আগে থেকেই, জমেছিল মেদও, কেকে-র ময়নাতদন্তের রিপোর্টে নয়া তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ৩১শে মে সুরের জগত থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ। মঙ্গলবার শহরের এক কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাইতে উঠেছিলেন কেকে। একের পর এক গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন সকলকে, কিন্তু অনুষ্ঠান শেষের কয়েক ঘণ্টার মধ্যেই যে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবেন, সেটা হয়তো কেউই আশা করেনি। এর আগেও একাধিকবার কলকাতায় অনুষ্ঠান করতে এসেছেন, আর কেকে এর অনুষ্ঠান মানে তরুণ প্রজন্মের উপচে পড়া ভিড় হবে সেটা কারোর অজানা নয়, কিন্তু তা বলে মঙ্গলবার  সকলকে শেষ গান শোনাবেন এটা ভাবতে সত্যিই অবাক লাগে। অন্যদিকে কেকে'র মৃত্যুকে ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ঠিক কি ঘটেছিল ওইদিন? অনেকের মতে স্টেডিয়ামে অস্বাভাবিক ভিড়, দমবন্ধকর পরিস্থিতি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল হওয়ার কারনেই কেকে এর মতো গায়কের জীবনাবসান টেনে নিয়ে এসেছিল। তবে চিকিৎসকরা দাবি করছেন, হৃদরোগেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণকুমার কুন্নাথের, হৃদপিণ্ডের সমস্যা ছিল আগে থেকেই। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদ যন্ত্রের মূল ধমনীতে ৭০ শতাংশ অংশই বন্ধ হয়েছিল আগে থেকেই, আর শো এর সময় খুব স্বাভাবিক ভাবেই গায়কের উত্তেজনা থাকে অনেক বেশি, যার ফলে বাকি অংশটুকুও ব্লক হয়ে যায় এবং হৃদপিণ্ডের পাম্পিং সিস্টেম বিকল হয়ে মৃত্যু হয় কেকে' র। তাছাড়া চিকিৎসকরা আরও জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে তার হৃদযন্ত্রের চারিদিকে ছিল পুরু মেদের আবরণ, যা হার্ট অ্যাটাকের মতো সমস্যার প্রধান কারণ। সেই সাথে গায়কের পাকস্থলী থেকেও মিলেছে আয়ুর্বেদিক ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধের নমুনা, জানা গিয়েছে সেইগুলি সাধারণত গ্যাসের সমস্যার ওষুধ।


কেকে এর স্ত্রী জ্যোতি পুলিশকে জানিয়েছেন, ইদানীং কেকে প্রায়ই গ্যাসের ওষুধ খেতেন হজমের সমস্যার জন্য, সেই সাথে তিনি আরও জানিয়েছেন ৩০শে মে শিল্পী তাকে ফোন করে জানিয়েছিলেন তার কাঁধে এবং হাতে খুব যন্ত্রণা করছে, চিকিৎসকদের ভাষায় যা হৃদযন্ত্রের সমস্যার লক্ষণ বিশেষ। কেকে এর অকাল প্রয়াণে সঙ্গীত জগতের ওপরে নেমে এসেছে শোকের ছায়া, শুধু সঙ্গীতজগত কেন তাঁর ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাকে গান স্যালুট দেওয়া হয়, পরে বিকেলে বিশেষ বিমানে মুম্বাই নিয়ে যাওয়া হয় কেকে এর নিথর দেহ। গতকাল দুপুরে ভারসোভার মুক্তিধাম শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেকে এর। সবাইক আলবিদা জানিয়ে চির ঘুমের দেশে পা দিয়েছেন কেকে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News