Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

কম্পিউটার স্লো? মেনে চলতে হবে কয়েকটি সাধারণ নিয়ম তাহলেই সমাধান

banner

#Pravati Sangbad Digital Number:

বিশ্বের অনেক বহুজাতিক সংস্থায় এখনও পর্যন্ত ওয়ার্ক ফর্ম হোম চালু রেখেছে, তাই সবার প্রথমেই দরকার ল্যাপটপ কিংবা ডেস্কটপ এবং একটি ইন্টারনেট কানেকশন। কিন্তু দীর্ঘদিন ধরে একই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যাবহারের ফলে ধীরে ধীরে স্লো হতে শুরু করে কম্পিউটার, যার ফলে নিত্যদিন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়, অনেক সময় তো কোন দরকারি নথিও নিজে থেকেই মুছে যায়।
সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপ রান করে তার মাদারবোর্ডের ওপর ভিত্তি করে, সেক্ষেত্রে আমরা এই মাদারবোর্ডকেই কম্পিউটারের চালিকা শক্তি বলতে পারি, কিন্তু ক্রমাগত নেট সংযোগ, এবং নানা রকম কাজের জন্য অনেক অবাঞ্ছিত ফাইল জমা হয় আমদের অলক্ষ্যেই, যার ফলে স্লো হতে শুরু করে ডিভাইস। তবে আপনার কম্পিউটারকে আগের মতো দ্রুতগতিসম্পন্ন রাখার জন্য মেনে চলতে হবে মাত্র কয়েকটি নিয়ম।

প্রথমত, সঠিক পদ্ধতিতে ডিভাইসটিকে বন্ধ করতে হবে, এবং সব সময় অপেক্ষাকৃত ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। তাছাড়া কম্পিউটারে নিয়মিত খুঁটিনাটি আপডেট চলেই আসে, ডিভাইসকে ভালো রাখার জন্য সেই সমস্ত আপডেট করা অত্যন্ত জরুরি। বর্তমানে অনেকে মেকানিক্যাল হার্ড ড্রাইভ এর বদলে এসএসডি আর ব্যাবহার করছে, সাধারণ হার্ড ড্রাইভের থেকে অনেকটা দামি হলেও, এর স্পীড সাধারণ হার্ড ড্রাইভের থেকে অনেক বেশি। অনেক সময় ডিভাইসে একটি RAM এর বদলে দুটি RAM ব্যাবহার দেখা যায়, যার ফলে পুরো ডিভাইসের সমস্ত ডেটা দুটি RAM এর মধ্যেই সমান ভাবে জমা হতে থাকে, যার ফলে একটি RAM এর মধ্যে চাপ পড়ে না এবং ডিভাইসটি দ্রুত কাজ করে নতুনের মতো। কম্পিউটার সঠিক পদ্ধতিতে বন্ধ না হলে, অনেক সময় স্লো হয়ে যায়, সেক্ষেত্রে রিস্টার্ট পদ্ধতিটি কম্পিউটারের স্পিডকে বাড়াতে সাহায্য করে। অন্যদিকে সমস্ত রকমের অপ্রয়োজনীয় ফাইল বা ডেটা কম্পিউটারে থেকে গেলে অনেক সময় কম্পিউটার স্লো হয়ে পরে, সেক্ষেত্রে নিয়মিত ফাইলগুলি ডিলিট করা অত্যন্ত দরকার।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News