খুব দ্রুত আসতে চলেছে মেসেজ এডিটের অপশন, নতুন আপডেট হোয়াটসঅ্যাপ- এর

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান যুগ দ্রুতগতির যুগ,আন্তর্জালের যুগ ,সারা বিশ্ব ধাবমান দ্রুতির সাথে আর তার অন্যতম মাত্রা যোগাযোগ ব্যাবস্থা;কত দ্রুত বার্তা পৌঁছানো সম্ভব তার চেষ্টা নিরন্তর। হোয়াটসঅ্যাপ, এরকমই একটি অ্যাপ যা আমাদের খুব কাছের এবং আমরা নির্ভরশীল যার উপর অধিকমাত্রায় । ভারতবর্ষে প্রায় কয়েক কোটি মানুষ প্রতিনিয়ত  নিত্যনৈমিত্তিক দরকারে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করে থাকেন।           ব্যাবহারকারীদের জন্য এই সংস্থা প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে, বর্তমানে মেসেজ এ প্রতিক্রিয়াজ্ঞাপন,পেমেন্টের মতো আপডেটও যার তালিকাভুক্ত।
তবে অনেক সময় আমরা ভুল বা ভাষাগত ত্রুটিযুক্ত মেসেজ অন্য জনকে পাঠিয়ে দি ভুলবসত, এই সমস্যা দূর করার জন্য হোয়াটসঅ্যাপ সংস্থা সবার জন্য মেসেজ ডিলিট করার ফিচার নিয়ে এসেছে বহুদিন, কিন্তু শোনা যাচ্ছে এবার সেই ম্যাসেজ এডিট করার জন্য আপডেট আনতে চলেছে উক্ত অ্যাপটি , শুধু তাই নয়, জানা গিয়েছে ইতিমধ্যেই এই নতুন ফিচারের পরীক্ষানিরীক্ষাও শুরু হয়ে গেছে। কিন্তু এর আগেও হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার সম্পর্কে শোনা গিয়েছিলো, তবে কোন ভাবেই সামনে আসেনি। একটি একক মেসেজকে সিলেক্ট করলে , ইনফো এবং কপি এই অপশনদুটির ঠিক মাঝখানে এই নতুন ফিচার থাকবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি আইএসও এবং ডেস্কটপ ভার্সন এর জন্য আসতে চলেছে এই নতুন এডিট অপশন, তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এখনও বেশ কিছুটা সময় নিতে চায় হোয়াটসঅ্যাপ সংস্থা। বর্তমানে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ ডিলিট করলে অপরজন খুব সহজেই জানতে পারে যে মেসেজ ডিলিট করা হয়েছে,তবে ম্যাসেজ এডিটের অপশনে গিয়ে যদি ম্যাসেজ এডিট করা হয়, তাহলে সেই তথ্য অপর ব্যাক্তি জানতে পারবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News