যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে এসি লোকাল

banner

#Pravati Sangbad Digital Desk:

বাণিজ্য নগরীর পর এবার কলকাতাতেও চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। রেল বোর্ডের তরফ থেকে জানা  গেছে, এই বছর পুজোর আগেই চলে আসতে পারে একাধিক শীততাপনিয়ন্ত্রিত কোচ। তীব্র গরমে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের যার সাথে যোগ্য সঙ্গত করছে লোকাল ট্রেনের ভিড় । এইরকম অসহনীয় পরিস্থিতিতে যুঝতে থাকা নিত্যযাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এলো ভারতীয় রেল কর্তৃপক্ষ।   । কিছুদিন আগেই আমরা দেখেছি সেন্ট্রাল রেল এর পক্ষ থেকে বেশ কয়েকটি এসি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে মুম্বাইতে। ব্যাস্ততম এই শহরের কর্মময় জীবনযাত্রা এবং বিস্ফোরক জনসংখ্যার কারণে  তীব্র গরমে এসি ট্রেনের সংখ্যাবৃদ্ধির খবর পেয়ে ভীষণ খুশি মুম্বাইবাসী। আবার কিছুদিন আগেই মধ্য রেলের পক্ষ থেকে ৫০% ভাড়া হ্রাস করা হয়েছে। যেখানে মেইন লাইনে মুম্বাইয়ে  ট্রেনের সংখ্যা ছিল ৪৪ বারোটি অতিরিক্ত ট্রেনবৃদ্ধির ফলে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৬টি তে।   এবার থেকে এই সুবিধার উপভোক্তা হবে পূর্ব রেলও। খুব শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে এসি লোকাল এর। পুজোর আগে আপাতত এক সেট ট্রেন তৈরি হবে, এরপর ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে। ভাড়া এখনো ঠিক করা হয়নি এবং রেল কর্তৃপক্ষ স্থির করলেও মেট্রোরেলের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে ভাড়ার তালিকা তৈরি হবে বলেই জানা গেছে । শীততাপনিয়ন্ত্রিত এই ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতার তরফেই গ্রহণ করা হবে এই মর্মে রেল বোর্ডকে কে সমস্ত বিষয়টি জানিয়ে একটি বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজার এসপি সিংহ।

Journalist Name : Sagarika Chakraborty

Related News