ভালো শুরুর পরেও হার,নিশানায় হার্দিক

banner

#Pravati Sangbad Digital Desk:

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজ, যা চলছে ঘরের মাঠেই। সিরিজ শুরু আগে জাতীয় দলের নির্বাচকরা বাদ দিয়েছিলেন রোহিত শর্মা , বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা ,যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছিলো ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে তার জবাব দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁর বক্তব্য,রোহিত শর্মারা সিনিয়র প্লেয়ার এবং ক্রিকেটের সব ফরম্যাটেই দুর্দান্ত পারফর্মেন্স দেন, তাই তাদের মাঝে মধ্যে একটু বিশ্রামের প্রয়োজন আছে ফিট থাকার  কারণে, অন্যদিকে তিনি আরও বলেন “ রোহিত শর্মারা সব সময় খেলবেন এমনটাও না হতে পারে”। রোহিত শর্মার বদলে অধিনায়কত্বের ভার যায় লোকেশ রাহুলের কাঁধে, কিন্তু ম্যাচ শুরু আগেই ধাক্কা খায় ভারতীয় দল, চোটের কারণে ছিটকে পড়েন লোকেশ রাহুল, অধিনায়কত্বের ভার এসে পরে ঋষভ পন্থের ওপরে। ম্যাচ শুরুর প্রথম দিকে ব্যাট করতে নেমে বেশ ভালোই স্কোর তুলেছিল ভারতীয় ক্রিকেটাররা, কিন্তু শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে হারতে হয় ঋষভ পান্থের দলকে। বৃহস্পতিবারের ম্যাচে  ১২ বলে ৩১ রান তুলে বেশ ভালোই পারফরম্যান্স করেন হার্দিক পাণ্ডে,  কিন্তু শেষ ওভারে নন-স্ট্রাইক এন্ডে থাকা দীনেশ কার্ত্তিককে শেষ বলে ব্যাট করার সুযোগ না দেওয়াটা ,অনেকের মতেই হার্দিকের ভুল সিদ্ধান্ত। এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা। ভারতের এই কিংবদন্তী পেসার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ গত আইপিএলে ম্যাচ ফিনিশার দীনেশ কার্ত্তিক, অবশ্য হার্দিক খুব ভালো খেলেছে, কিন্তু দীনেশকে শেষে সুযোগ দিলে হয়তো ম্যাচটা ভারতের পক্ষে যেত”। শেষ ওভারে একটি ছয়ও করেন হার্দিক, তারপরেই ঘুরে যায় ম্যাচ। একটি সিঙ্গেল নিলেই দীনেশ কার্ত্তিক চলে আসতেন স্ট্রাইক এন্ডে, কিন্তু তার বদলে  হার্দিক নিজেই থেকে যান স্ট্রাইক যে সিদ্ধান্তে অনেকেই হতবাক।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News