ইউপিআই জ্বালিয়াতি রুখতে তৎপর কেন্দ্র

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে প্রযুক্তি যত এগিয়ে চলেছে, ততই বেড়েছে অনলাইন টাকা লেনদেনের চক্র, করোনা যাকে অনেকটাই ত্বরান্বিত করেছে, কারণ অনলাইন পেমেন্ট পুরোপুরি ভাবে স্পর্শবিহীন। শুধু বেসরকারি ক্ষেত্র নয়, বর্তমানে বিভিন্ন সরকারি ক্ষেত্রেও ব্যাবহৃত হচ্ছে অনলাইন পেমেন্ট, যার প্রধান হল ইউপিআই। তবে সর্ষের মধ্যেই ভুত যেমন থাকে, ঠিক তেমনই আপনার অনলাইন পেমেন্টের ওপর নজর রাখে সাইবার দুষ্কৃতিরা। যখনই আপনি পেমেন্ট করেন ঠিক তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা। গত এক মাসে কেন্দ্র সরকারে কাছে প্রায় ৬০ হাজারের ওপরে ইউপিআই জালিয়াতির ঘটনা জমা পড়েছে, যা দেখে রীতিমতো থতমত খাচ্ছেন সরকারের আধিকারিকরাও।
বর্তমানে ঘন ঘন ইউপিআই ব্যাবহার করে ফেলছে সাধারণ মানুষ থেকে নেটিজেন সকলেই, আর তাতেই ওত পেতে বসে থাকছে অনলাইন ডাকাতের দল। কেন্দ্রীয় সরকারের মতে, এই অভিযোগের সংখ্যা আসলে আরও বেশি, অনেকের টাকার সংখ্যা কম হওয়ার কারণে তারা হয়তো মামলা বা অভিযোগ দায়ের করেন নি। ইউপিআই এর সাথে রয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের অভিযোগও। যত দিন যাচ্ছে আধুনিক বিশ্বে ততই বেড়ে চলেছে অনলাইন জালিয়াতির সংখ্যা, তাতে কোন ভাবেই টাকা যেই ব্যাক্তি লুট করছে তার মুখ দেখা সম্ভব নয়, অনেক ক্ষেত্রে ফোনে লিঙ্ক পাঠিয়েও টাকা লুট করা হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি দল, যারা ইউপিআই বা যে কোন ধরণের অনলাইন জ্বালিয়াতি রুখতে উচ্চ পর্যায়ের বৈঠকও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

Journalist Name : Sabyasachi Chatterjee