ডি-ককের খেলা নিয়ে সংশয়, অন্যদিকে ম্যাচ থেকে ছিটকে পড়লেন মার্করাম

banner

#Pravati Sangbad Digital Desk:

কোভিড-১৯ এখনও পুরোপুরি ভাবে শেষ হয়নি, তবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্ব, ছন্দে ফিরেছে সাধারণ মানুষের জীবন, তবে এরই মাঝে ভারতে আচমকাই বাড়তে শুরু করেছে করোনা, মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যগুলি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। দেশের বিগত ২ বছর পরে ফের এই বছর অনুষ্ঠিত হয়েছে আইপিএল ম্যাচ, সেই সাথে ছন্দে ফিরতে শুরু করেছে খেলার জগত, কিন্তু তার মধ্যেই ফের খেলার দুনিয়াতে করোনার হানা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়েছে বেশ কিছুদিন হল, নিয়ম অনুযায়ী সিরিজ শুরু আগে সকলের করোনা পরীক্ষাও করা হয়েছিল, কিন্তু তাতেই সিরিজ থেকে ছিটকে পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আইডেন মার্করাম। প্রথম তিনটি ম্যাচে করোনার কারণে মাঠে নামতে দেখা যায়নি মার্করামকে, হাতে এখনও দুটি ম্যাচ, কিন্তু তাতেও মাঠে নামবেন না মার্করাম। এদিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে, “ মার্করাম গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন, তিনি সাত দিনের নিভৃতাবাসেও ছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি করোনা মুক্ত হয়ে উঠতে পারেননি, তাই ম্যাচের আগে অনুশীলনেও উপস্থিত থাকতে পারছেন না তিনি”, সেই সাথে বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “ মার্করাম করোনা আক্রান্ত হলেও, শারীরিক ভাবে তিনি এখন অনেকটাই সুস্থ, কিন্তু তিনি বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না, বোর্ড তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে, যাতে তিনি বাড়ি গিয়ে মানসিক শান্তিতে থাকতে পারেন”।
অন্যদিকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আরও এক খেলোয়াড় কুইন্টন ডিকক, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে তার কব্জিতে চোট লাগে। তিনিও বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন কিনা তা এখনও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানেনা, কারণ তিনি এখনও পুরোপুরি সুস্থ্য নন , তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News