অগ্নিপথ প্রকল্পঃ হাওড়া- কোলকাতা স্টেশন থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ চলছে। এবার, এই বিক্ষোভের দরুন ব্যাহত হল ট্রেন চলাচল। সুত্রের খবর অনুযায়ী, হাওড়া ও কোলকাতা স্টেশন থেকে বাতিল করা হল বেশ কয়েকটি দুর-পাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে পূর্ব- মধ্য রেল।
১)শুক্রবার সকালে বাতিল হওয়া ট্রেন গুলি হল- 
হাওড়া- পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া- দেরাদূন উপাসনা এক্সপ্রেস, কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি- কিউল প্যাসেঞ্জার ট্রেন।
২) বিকেলেও একগুছ ট্রেন বাতিল করা হয়েছে। সেই ট্রেনের তালিকা হল-
ভাগলপুর- আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা- রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, জামাল্পুর- কিউল প্যাসেঞ্জার স্পেশাল, শিয়ালদহ- বালিয়া এক্সপ্রেস, সাহেবগঞ্জ- জামালপুর প্যাসেঞ্জার ট্রেন
৩) যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে-
আসানসোল- ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, মালদহ টাউন- কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, জয়নগর – হাওড়া এক্সপ্রেস। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব- মধ্য রেল।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News