Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

চোখ ধাঁধানো ফিচার জিমেইলের, এবার ইন্টারনেট ছাড়াই বার্তার আদান-প্রদান

banner

#Pravati Sangbad Digital Desk:

Google কর্তৃপক্ষ নিয়ে এলো এক চমকপ্রদক ফিচার, ইন্টারনেট ছাড়া ওর এখন ব্যবহার করা যাবে জিমেইল। মেল আদান-প্রদানের সর্বোত্তম মাধ্যম হলো জিমেইল। 2021 এর পরিসংখ্যান অনুযায়ী 1.8 বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে জিমেইল। ল্যাপটপ ডেক্সটপ ছাড়াও ৭৫ শতাংশ মানুষ নিজেদের অ্যান্ড্রয়েড ফোনেই প্রেরন করে থাকে জিমেইলে মেইল। তাই এইসব ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই গুগলের নয়া ফিচার ইন্টারনেট কানেকশন ছাড়াই  যেকোন সময়ে চেক করতে পারবে ব্যবহারকারীরা তাদের মেইল বক্স। আগেই জিমেইলে আসা কোন নতুন mail চেক করার জন্য খুব স্ট্রং ইন্টারনেট কানেকশনের দরকার পড়তো কিন্তু অনেক সময় ইন্টারনেট কানেকশন ভালো না থাকার দরুন কোন গুরুত্বপূর্ণ মেইল আমরা চেক করতে পারিনা। কিন্তু এখন চলে এলো এই সমস্যার সমস্ত সমাধান। ব্যবহারকারীদের মনে এবার প্রশ্ন আসতে পারে কিভাবে ব্যবহার করা যাবে ইন্টারনেট ছাড়া এই পরিষেবা। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র গুগল ক্রোমেই এই ফিচারটি ব্যবহার করা যাবে অর্থাৎ নরমাল মোডে থাকলে হবে না, incognito মোডে থাকতে হবে ইউজারকে। তার জন্য প্রথমে mail.google.com এ যেতে হবে। এরপর নিজের গুগল একাউন্ট এ গিয়ে সেখানে সেটিংস অপশনে যেতে হবে, cogwheel অপশনেও যাওয়া যেতে পারে। সেখান থেকেই সি অল সেটিংস অপশনে যেতে হবে। এরপরই অফলাইন ট্যাব খুলে যাবে এবং সেখান থেকে এনাবেল অফলাইন মেইলে ক্লিক করলেই ব্যবহারকারীদের সামনে নতুন সেটিংস অপশন খুলে যাবে।এবার ব্যবহারকারীকে বেশ কয়েকটি জিনিস বেছে নিতে হবে যেমন কতদিনের জন্য সে ইমেইল সিঙ্ক করতে চায়। এবং তার জন্য ফোনে কতটা স্পেস আছে সেটাও দেখে নেয়া এছাড়াও  অফলাইন ইমেল রেখে দিতে চান কিনা সেটাও জেনে নেওয়া হবে। এসব কিছু ঠিক করার পর save change অপশনে ক্লিক করলেই গুগলের তৈরি করা এই নতুন ফিচারটি একটিভ হয়ে যাবে ব্যবহারকারীদের ফোনে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News