দেখে নিন কিভাবে টোটো অটো ছাড়াই ঘুরে নিতে পারবেন দীঘা ও মন্দারমনির বিভিন্ন জায়গা

banner

#Pravati Sangbad Digital Desk:

পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বা মন্দারমনি তে ঘুরতে গেলে অধিকাংশ টুরিস্টের ভরসার জায়গা টোটো বা অটো। এরাই সাধারণভাবে পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরে দেখায় টোটো এবং অটোর দ্বারা, কার্যত ভাবে বলা চলে এরাই বিভিন্ন জায়গা চিহ্নিত করে পর্যটকদের বিভিন্ন জায়গায় সম্পর্কে জানতে অবগত করে। তবে এর একমাত্র কারণ হল গাইডেন্স এর অভাব। তাই পর্যটকদের কোন কারণ ছাড়াই ভরসা করতে হয়, টোটো এবং অটো চালকদের ওপর। দেশ এবং রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রে গাইড থাকলেও এই জায়গাগুলোতে সেটির অভাব।
কিন্তু এইবার থেকে পর্যটকদের আর ভরসা করতে হবেনা টোটোর উপর। রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের এই ঐতিহাসিক এবং সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রগুলিতে উপযুক্ত প্রশিক্ষণের দ্বারা গাইড রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এবার থেকে পর্যটকেরা দীঘা মন্দারমনি তাজপুর প্রভৃতি জায়গাতে গেলে চাইলেই প্রশিক্ষিত গাইড পেয়ে যাবেন খুব সহজেই। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমনি, পাঁশকুড়ার খিরাই এর ফুলবাগান হোক বা ময়নার রাজবাড়ী তমলুক মহিষাদল হলদিয়া, কিংবা দরিয়াপুরের কপালকুণ্ডলা সবকটি দর্শনীয় স্থান পর্যটকদের এবার থেকে চাইলেই ঘুরে দেখাবেন প্রশিক্ষিত গাইডরা এবং এর সাথে সাথেই জায়গাগুলির ঐতিহাসিক কাহিনী ও তারা বর্ণনা করবে। এসব জায়গায় গেলে এতদিন পর্যন্ত পর্যটকদের সমুদ্র এবং হোটেল ছাড়া অনেক দর্শনীয় স্থানই অধরা হয়ে থাকতো। কিভাবে কম সময়ের মধ্যে সবকটি স্থান ঘুরে আসা যায় এবং কাছাকাছি কি কি দর্শনীয় স্থান আছে তার কোন গাইড বা গাইডলাইন কিছুই থাকতো না পর্যটকদের কাছে ফলে নির্ভর করতে হতো টোটো বা অটোচালকদের উপর এবং যেটা অধিকাংশ সময় পর্যটকদের জন্য সেটা খুব একটা আনন্দের হয়ে উঠত না। রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে এবার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে পর্যটকদের গাইড করার জন্য। ৪৮ দিনের একটি প্রশিক্ষণ কোর্স করানো হবে, যেখানে প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের স্পটে নিয়ে গিয়ে সমস্ত জায়গাগুলি সম্পর্কে তথ্য দেয়া হবে এবং কিভাবে পর্যটকদের বোঝাতে হবে সেটিরও প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। যেহেতু এটি একটি প্রথম উদ্যোগ তাই প্রথম দফায় পাঁচটি ব্যাট করা হবে এবং প্রত্যেকটি ব্যাচে দেড়শ জন করে প্রশিক্ষিত হবে।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News