স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে কোন কোন দিকগুলি মাথায় রাখবেন,দেখে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

"ত্বকের যত্ন নিন" এই গানটি যেন আমাদের মাথায় একদম গেঁথে গেছে; এই ব্যাস্ততার যুগে রূপচর্চা ও ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন অনেকেই। তবে সেগুলো কেনার সময় বেশ কয়েকটি দিকে নজর রাখতে হয়। সাবান-শ্যাম্পু থেকে শুরু করে ফেসওয়াশ কিংবা ক্রিম,প্রভৃতি কেনার ক্ষেত্রেই কোন কোন বিষয়ে অবশ্যই নজর দেবেন তা একনজরে দেখে নিন;
■ ত্বকের ধরন অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট কিনুন। আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে সেই মতো প্রোডাক্ট কিনুন; আবার রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্যও অন্য ধরনের প্রোডাক্ট।
■ সবরকম ত্বকের ক্ষেত্রেই বারবার স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড পরিবর্তন উচিত নয়। কারণ বরাবর ব্যবহার করা ব্র্যান্ডের প্রোডাক্টের বদলে নতুন প্রোডাক্ট আপনার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে।
■ যে স্কিন কেয়ার প্রোডাক্টটি কিনছেন কেনার সময়ে অতি অবশ্যই ভাল করে খুঁটিয়ে দেখে নিন তাতে কী কী উপকরণ রয়েছে।
■ যদি অয়েলি স্কিন হয় এবং তার সাথে ব্রণ-র সমস্যাও থাকে, তবে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন এবং ব্রণ প্রতিরোধের জন্য উপযুক্ত প্রোডাক্ট কেনাও জরুরি। তা নাহলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
এছাড়াও সালফেট যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট এড়িয়ে চলুন, কারণ এই সালফেট মৌল ত্বক এবং স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয়। এমনকি স্কিনে যদি র‍্যাশ হওয়ার প্রবণতা থাকে তবে পারফিউম বা বডি-স্প্রে থেকে দূরে থাকুন।কারণ এই জাতীয় প্রোডাক্ট ত্বকে লাগালে ত্বকে র‍্যাশের প্রবণতা বাড়তে পারে।

Journalist Name : Riya Some

Related News