দেখে নিন,কীভাবে ফোনের ডেটা মুছবেন চিরতরে

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারত থেকে চিনে পাঠানো হচ্ছে পুরোনো ফোনের সব যন্ত্রাংশ।যেখান থেকে ভারতীয়দের বিভিন্ন ডেটা সংগ্রহ করছে চিনা কোম্পানিগুলি।বর্তমানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা চিনা নাগরিকদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছে।এই রিপোর্ট সামনে আসতেই চিন্তিত মোবাইল ব্যবহারকারীরা এবং প্রশ্ন একটাই, তাহলে ফোন ফরম্যাটের পরেও কি থেকে যায় ডেটা?
বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অভিযুক্তরা ভারতীয়দের পুরোনো স্মার্টফোনের যন্ত্রাংশ কিনে তা পাঠাত চিনে ,যার মধ্যে থাকত স্টোরেজের যাবতীয় অংশ। এই পরিস্থিতিতে চিনের হাতে লাখ লাখ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা করছেন গোয়েন্দারা, ফলে এর থেকে সাইবার জালিয়াতির ঝুঁকিও বাড়বে।
জেনে নিন,চিরতরে ফোনের ডেটা মুছে দিতে পারবেন কীভাবে 'সেলফোন স্ক্র্যাপিং'-এর মাধ্যমে।
☆ সেলফোন স্ক্র্যাপিং -
"স্ক্র্যাপ গুডস" বলতে বোঝায় ছাঁট বা ফেলে দেওয়া পণ্য।আর এখানে 'সেলফোন স্ক্র্যাপ' বলতে বোঝানো হয়েছে পুরোনো ফোনের যন্ত্রাংশকে। সেলফোন স্ক্র্যাপিংয়ে পুরোনো ফোনের যন্ত্রাংশ সারিয়ে তা বিক্রি করা হয়ে থাকে।'ফোনের আবর্জনা' তথা জাঙ্ক দিয়েও সহজ ভাষায় সেলফোন স্ক্র্যাপ বোঝা যায়।
☆ সেলফোন ডেটা স্ক্র্যাপ কী -
সেলফোন স্ক্র্যাপের পরে যে শব্দটা শোনা যায়, তা হল "ডেটা স্ক্র্যাপ"। কিন্তু ডেটা স্ক্র্যাপকে আবর্জনা বলা যায়না;কারণ এটি সাইবার প্রতারণার ক্ষেত্রে বড় অস্ত্রের ভূমিকা পালন করতে পারে। যখনই স্মার্টফোন বিক্রি বা বিনিময় করবেন,তখন এর মধ্যে থাকা বিভিন্ন ফটো-ভিডিও সহ অন্যান্য ডেটা ফর্ম্যাট করে তা বিক্রি করতে হয়, কিন্তু ফোন ফরম্যাটের পরও আপনার ফোনে ডেটা থেকে যায়। সেলফোন ডেটা স্ক্র্যাপিংয়ের মাধ্যমে আপনার ফোনে থাকা ডেটা ছাড়াও অন্যান্য তথ্য বের করে নেওয়া হয় এবং ব্যাঙ্কের তথ্যের মাধ্যমেও জালিয়াতি করা হয়। ডেটা স্ক্র্যাপিংয়ে মুছে ফেলা এমন প্রতিটি তথ্য আপনার ফোন থেকে পাওয়া যেতে পারে।
আপনি যদি সঠিকভাবে আপনার ফোনটি ফরম্যাট করেন,তবে ডেটা স্ক্র্যাপিং এড়াতে সক্ষম হবেন আপনি। কাউকে ফোন দেওয়ার বা বিক্রি করার আগে অন্তত দু'বার ফোন ফুল ফরম্যাট করুন।
ফোন ফরম্যাট করতে ফোনের সেটিংসে অপশনে গিয়ে Erase all data (factory reset) বিকল্পে ট্যাপ করবেন এছাড়াও ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে ফোনের যাবতীয় ভিডিও-ফটো ও সেটিংস মোছা যায়। তবে এরপরেও কিছু কিছু ডেটা ফোনে থেকে যায় সেই ডেটা মুছে ফেলার জন্য এনক্রিপশন প্রয়োজন হবে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
ওপেন সেটিংস->সিকিউরিটি->Encryption & credentials(এই পর্বে এনক্রিপ্ট ফোনে ক্লিক করতে হবে)।
এই এনক্রিপ্ট করার পরে শেষ হবে ডেটা স্ক্র্যাপিংয়ের ঝুঁকি।
প্রসঙ্গত, এনক্রিপ্ট ফোনের অপশনটি Android 11 পর্যন্ত সংস্করণে পাওয়া যায়; Android 12-এ পাওয়া যায় না সুবিধাটি। Android 12 OS ফোনগুলিতে বাই ডিফল্ট এনক্রিপ্ট করা হয় আর ফোনে মেমোরি কার্ড থাকলে সেটিকে ল্যাপটপের সাহায্যে ফরম্যাট করতে হয়।

Journalist Name : Riya Some

Related News