ভূতুড়ে স্কুলের হদিশ মিললো রাজ্য সরকারের রিপোর্টে

banner

#Pravati Sangbad Digital Desk:

স্কুল আছে কিন্তু স্কুলে ক্লাস করবার বালাই নেই। স্কুলে ভুত আছে কিন্তু ছাত্র নেই। রাজ্য সরকারের রিপোর্টে ঠিক এমনটাই এসেছে। আর এই ভুতুড়ে প্রাথমিক স্কুলের খোঁজ পাওয়া গেছে খোদ কলকাতায়। সরকারি স্কুল আছে কিন্তু ছাত্র শিক্ষকের অনুপাত ঠিক নেই। কিন্তু তা কেন? এই নিয়ে বেশ কিছুদিন ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার জেরেই রাজ্য সরকারের কাছে প্রাথমিক স্কুল গুলোর  পরিস্থিতির রিপোর্ট তলব করে আদালত। সেই নির্দেশেই কয়েকশো পাতার রিপোর্ট জমা করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের জমা দেওয়া সেই রিপোর্ট অনুযায়ী কলকাতায় প্রাথমিক স্কুলের সংখ্যা ১৪৫৪টি। স্কুল চিহ্নিত করা গেছে  ১১০টি। ছাত্রলীগ শিক্ষক নিয়ে স্কুলের সংখ্যা  ২৫ টি। শিক্ষক আছে পড়ুয়া নেই স্কুলের সংখ্যা ৮৫ টি। জানা গেছে বিজয়গড় শ্রীকলোনি লক্ষ্মী প্রিয়া শিশু বিদ্যালয়  কাগজ-কলমে চলছে কিন্তু খোলা নেই স্কুল। হচ্ছে না ক্লাস, দুর্দশা অবস্থা। ধুলো জমে আছে। স্কুলের অবস্থা ভুতুড়ে। তবুও কাগজ কলমে কিভাবে চলছে এই  স্কুল, বড়দের টাকা কোথায় খরচ হচ্ছে? এমনটাই প্রশ্ন করেন  আইনজীবী শুভ্র প্রকাশ লাহিড়ী।
এবার জেনে নেওয়া যাক কিছু অন্য জেলার রিপোর্ট। প্রথমে আসি দার্জিলিংয়ে। মোট স্কুলের সংখ্যা ৫৪১ টি । ছাত্র শিক্ষক সমানুপাতের অভাব ৪০২টি স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক ১৪টিতে। হাওড়ায় মোট স্কুলের সংখ্যা ২০৭৯ টি। ছাত্র শিক্ষক সমানুপাত ঠিক নেই ১৫৫৬টি  স্কুলে, নেই ছাত্র শিক্ষক ৩৩ টি স্কুলে। উত্তর 24 পরগনায় মোট স্কুলের সংখ্যা ৩৫৬৫ টি। ছাত্র শিক্ষক সমানুপাতের  অভাব ৩০১২টি স্কুলে, নেই ছাত্র বা শিক্ষক ৪৮টিতে।
দক্ষিণ চব্বিশ পরগনায় মোট স্কুলের সংখ্যা3592 টি। ছাত্র শিক্ষক সমানুপাতের অভাব ৩০০০টি স্কুলে। নেই ছাত্র বা শিক্ষক ১০ টিতে। পশ্চিম মেদিনীপুরে মোট স্কুলের সংখ্যা ৩৪৯৮ টি। ছাত্র শিক্ষক সমানুপাতের অভাব ৩০২৮ টিতে। নেই ছাত্র বা শিক্ষক ১২ টি স্কুলে।

Journalist Name : অর্জুন দাস

Related News