দেশের অন্যতম বয়স্ক বাঘ 'রাজা'র মৃত্যু হল : প্রায় আড়াই দশকের বেশি সময়ের রাজত্বের অবসান ঘটলো।

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের অন্যতম বয়স্ক বাঘ 'রাজা'র মৃত্যু হল : প্রায় আড়াই দশকের বেশি সময়ের রাজত্বের অবসান ঘটলো।আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গলে তার আশ্রয়ে পশ্চিমবঙ্গের বন্দী থাকা প্রাচীনতম রয়েল বেঙ্গল টাইগার 'রাজা'র মৃত্যু হল। ২৫ বছর এবং ১০ মাস বয়সে রবিবার ভোররাতে রাজার মৃত্যু হয়, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায়ের মতে, রাজ্যের যে কোনও রয়েল বেঙ্গল টাইগারের মধ্যে এটি সবচেয়ে বয়স্ক। করোনার জন্য গত বছর 23 আগস্ট রাজার 25 তম জন্মদিন বন বিভাগ আনন্দের সাথে ভার্চুয়াল ভাবে পালন করেছিল। এই সময় বেঁচে থাকলে সেদিন 26 বছরে পৌঁছে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার জন্য নতুন রেকর্ড গড়তো সে। প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় পিটিআইকে জানিয়েছেন সাম্প্রতিক সময়ে রাজার গুরুতর অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি এবং পশুচিকিৎসকরা তার মৃত্যুর কারণটি বার্ধক্যজনিত সমস্যা হিসাবে নির্ণয় করেছেন, যা হঠাৎ দেখা দিতে পারে।

কর্মকর্তা বলেছেন, 2008 সালে সুন্দরবনে কুমিরের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছিল রাজা। সুন্দরবনের একটি খাঁড়িতে সাঁতার কাটতে গিয়ে তার পিছনের একটি পায়ের কিছুটা অংশ খুবলে নিয়েছিল একটি কুমির। সেই অবস্থায় তাকে সেখান থেকে প্রথমে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে এসে চিকিৎসা করা হয়। পরে তাকে সেখান থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে দক্ষিণ ঘরবাড়ির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। এবং তাকে সেই অবস্থা থেকে সুস্থ করে তোলা হয়।কর্মকর্তার মতে রাজা তার রক্ষক এবং তার দেখাশোনাকারী পশুচিকিত্সকদের ডাকে সাড়া দিতেন। "সে একটি শিশুর মত ছিল। মনে হত যেন সে সবই বুঝতে পারছে।” সেদিন মৃত্যুর পরে রাজার শেষ বিদায়ও রাজকীয় ভাবেই করা হয়েছিল। আলিপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, জলদাপাড়ার ডিএস সহ অন্যরা তাকে শ্রদ্ধা জানায়। অবশেষে ফুল মালাই সাজিয়ে তাকে বিদায় জানানো হয় জলদাপাড়ার বনকর্মীদের তরফ থেকে।

Journalist Name : Suchorita Bhuniya

Tags:

Related News