উত্তরবঙ্গের আতঙ্ক নাইরোবি ফ্লাই আঁচ দক্ষিণে

banner

#Pravati Sangbad Digital Desk:

নাইরোবি ফ্লাই একটি ছোট পোকা  পিঁপড়ের মতো দেখতে। তবে প্রভাব  মারাত্বক। তার প্রভাব আতঙ্ক ফেলেছে উত্তরবঙ্গে এবং তার আঁচ দক্ষিণেও। বিশেষজ্ঞরা তার নাম দিয়েছেন পিয়েট্রাস্ট ম্যাক্সিনিস। এর থেকে উৎপন্ন রোগের নাম পিয়েট্রাস্ট  ডার্মাটাইটিস। এই রোগের লক্ষণ কী? দেখবেন আপনার মুখের যেকোন অংশ লাল হয়ে যাবে তারপর সেই জায়গায় ঘা বা ফোসকা  হবে। তাই দেরি না করে ডাক্তারের  পরামর্শ  নিন।
বিশেষজ্ঞদের মতে, এই পোকা আকারে ছোট  তাই চোখে দেখা যায় না। সাধারণত এই পোকা আপনার শরীরের বসলে  অসাবধানতাবশত  শরীরে ঘষে ফেলছেন  ফলে সেই পোকা থেকে তৈরি হচ্ছে মারাত্মক ঘা। পোকা থেকে বেরিয়ে আসছে রাসায়নিক পদার্থ যা ত্বকের ক্ষতি করছে।
শিশুদের ক্ষেত্রে নিন বিশেষ সর্তকতা। এই বর্ষার সময়ে রাত্রিতে মশারি টাঙ্গিয়ে ঘুমান। রাস্তায়  বের হলে ফুলহাতা জামা পড়ুন। সূর্যাস্তের পর জানালা দরজা বন্ধ রাখুন। জানালায় লাগান নেট।  আপনার বাড়ির ঝোপঝাড় থেকে সর্তকতা অবলম্বন করুন। আলমারিতে ন্যাপথ্যালিন ব্যবহার করুন।
বিশেষজ্ঞদের মতে, এখনকার যে আবহাওয়া ও তার পরিবর্তন, তার ফলেই এর আবির্ভাব এবং সংক্রমণ ঘটাছে।

Journalist Name : অর্জুন দাস

Related News